দিল্লি ও বেঙ্গালুরুর মাঠে বিশ্বকাপের যোগ্যতা নির্নায়ক খেলা খেলবে টিম ইন্ডিয়া

বেঙ্গালুরু: "বাঙালি গীতা পড়ে কী হবে? ফুটবল খেল।" তবে এবার শুধু বাঙ্গালি নয়, ফুটবল খেলবে ভারত। দেখবে গোটা বিশ্ব। বেঙ্গালুরু ও দিল্লি দিয়ে বিশ্বকাপের যোগ্যতা নির্নায়ক পর্বের যাত্রা শুরু করবে টিম ইন্ডিয়া।

২০১৮ বিশ্বকাপের যোগ্যতা নির্নায়ক পর্বের খেলা শুরু হবে আগামী মাস থেকেই। ভারত তাদের যোগ্যতা নির্নয়ের খেলা গুলির মধ্যে ৪ টি খেলবে নিজেদের ঘরের মাঠেই। এশিয়ান ফুটবল কনফেডারেশনের খবর অনুযায়ী ভারতের প্রথম খেলাটি অনুষ্ঠিত হতে চলেছে জুন মাসের ১১ তারিখ। ভারতের প্রতিপক্ষ ওমান। দ্বিতীয় খেলাটি হবে সেপ্টেম্বর মাসের ৮ তারিখ। প্রতিপক্ষ ইরান। বেঙ্গালুরুতে গুয়ামের সঙ্গে নিজেদের তৃতীয় ম্যাচটি খেলবে ভারত। নভেম্বর মাসের ১২ তারিখ খেলাটি অনুষ্ঠিত হতে পারে। তুর্কমিনিস্তানের বিরুদ্ধে নিউ দিল্লিতে নিজেদের চতুর্থ ম্যাচটি খেলবে ভারত।

ভারত রয়েছে গ্রুপ-ডি তালিকার মধ্যে। যেখানে শক্ত প্রতিপক্ষকে হারিয়ে ওয়ার্ল্ড র‍্যাঙ্কিংয়ে নিজেদের অবনমন আটকানোটাই হবে ভারতের সব থেকে বড় চ্যালেঞ্জ। তবে নিজেদের খেলা নিয়ে আত্মবিশ্বাসী ভারতের কোচ স্টিফেন কন্সটানটাইন। নেপালের বিরুদ্ধে জোড়া গোল করে ফর্মে ফিরেছেন ভারতের গোল মেশিন সুনীল ছেত্রী। শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে সব ধরনের চ্যালেঞ্জ নিতেই প্রস্তুত, এমনটাই মন্তব্য সুনীলের।

English Title: 
Delhi, Bengaluru to host FIFA World Cup qualifiers
News Source: 
Home Title: 

দিল্লি ও বেঙ্গালুরুর মাঠে বিশ্বকাপের যোগ্যতা নির্নায়ক খেলা খেলবে টিম ইন্ডিয়া

দিল্লি ও বেঙ্গালুরুর মাঠে বিশ্বকাপের যোগ্যতা নির্নায়ক খেলা খেলবে টিম ইন্ডিয়া
Yes
Is Blog?: 
No
Section: