অস্ট্রেলিয়ান ওপেনের শেষ আটে নাদাল, বিদায় ফেডেরার

ফেডেরারকে হারিয়ে গ্রিক টেনিসের ইতিহাসে প্রথম খেলোয়াড়া হিসেবে কোনও গ্র্যান্ডস্ল্যামের শেষ আটে পৌঁছে নজির গড়লেন।

Updated By: Jan 20, 2019, 06:07 PM IST
অস্ট্রেলিয়ান ওপেনের শেষ আটে নাদাল, বিদায় ফেডেরার

নিজস্ব প্রতিবেদন : মেলবোর্নের রড লেভার এরিনায় ইন্দ্রপতন। অস্ট্রেলিয়ান ওপেনের প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন গতবারের চ্যাম্পিয়ন রজার ফেডেরার। ২০ বছর বয়সী গ্রিক টেনিস খেলোয়াড় স্তেফানো সিসিপাসের কাছে চার সেটের লড়াইয়ে হারলেন ফেডেক্স। অন্যদিকে টমাস বার্ডিচকে স্ট্রেট সেটে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শেষ আটে পৌঁছে গেলেন রাফায়েল নাদাল। 

রবিবার রড লেভার এরিনায় টুর্নামেন্টের চতুর্দশ বাছাই গ্রিসের স্তেফানো সিসিপাসের বিরুদ্ধে প্রথম সেট জিতেই শুরুটা করেছিলেন ২০টি গ্র্যান্ডস্ল্যামের মালিক রজার ফেডেরার। কিন্তু তারপরেই কোর্টে ফেডেক্সের বিরুদ্ধে ঝড় তুললেন ২০ বছর বয়সী গ্রিক তরুণ। জায়ান্ট কিলার সিসিপাস এরপর তিনটি সেট জিতে নিয়ে কেরিয়ারে প্রথমবার গ্র্যান্ডস্ল্যামের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন। খেলার ফল ৬-৭, ৭-৬, ৭-৫, ৭-৬। ফেডেরারকে হারিয়ে গ্রিক টেনিসের ইতিহাসে প্রথম খেলোয়াড়া হিসেবে কোনও গ্র্যান্ডস্ল্যামের শেষ আটে পৌঁছে নজির গড়লেন।

তবে প্রত্যাশামতোই অস্ট্রেলিয়ান ওপেনের শেষ আটে পৌঁছে গেলেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। রবিবার চেক প্রজাতন্ত্রের টমাস বার্ডিচকে কার্যত দাঁড়াতেই দিলেন না রাফা। স্ট্রেট সেটে জিতে পৌঁছে গেলেন কোয়ার্টার ফাইনালে। নাদালের পক্ষে খেলার ফল ৬-০, ৬-১, ৭-৬।

আরও পড়ুন - সবার জন্য নিয়ম এক, ফেডেরারকে লকার রুমে ঢুকতে দিলেন না রক্ষী

.