SC East Bengal: হায়দরাবাদ এফসি ছেড়ে এবার ইস্টবেঙ্গলে Adil Khan
ধীরে ধীরে দল গোচ্ছাচ্ছে লাল-হলুদ।
নিজস্ব প্রতিবেদন: হাতে আর বেশি সময় নেই। আসন্ন আইএসএলের জন্য এবার ধীরে ধীরে দল গুছিয়ে নিচ্ছে এসসি ইস্টবেঙ্গল। অমরজিত সিং কিয়াম, শুভ ঘোষের পর লোনে লাল-হলুদে যোগ দিলেন আদিল খান। সইসাবুদ পর্বও মিটে গিয়েছে।
অনেকটা দেরিতেই ইস্টবেঙ্গল দল গোছাতে শুরু করেছে। সূত্র মারফত জানা যাচ্ছে যে, হীরা মণ্ডল, জ্যাকিচাঁদ সিং, রাজু গায়কোয়াড়ের সঙ্গে লাল-হলুদের চুক্তি প্রায় হয়ে গিয়েছে। এমনকী রোমিও ফার্নান্ডেজ ও সোংপু সিনসিটও রয়েছেন লাল-হলুদের ব়্যাডারে। আগেই শোনা গিয়েছিল মহম্মদ রফিক, অঙ্কিত মুখার্জি, সৌরভ দাস, মিরশাদ মিচু, শুভম সেনের নাম। পাঁচ বিদেশি ফুটবলারকেও বেছে নেবেন কোচ রবি ফাওলার। গত মরসুমে খেলা ব্রাইট এনোবাখারে, মাটি স্টেইনম্যান, জ্যাক মাঘোমারা ক্লাবে নেই। ফলে ফাউলারের ওপর বিদেশি বাছাইয়ের বাড়তি দায়িত্ব বর্তাবে।
এদিকে অনূর্ধ্ব-১৭ যুব বিশ্বকাপে অমরজিত ছিলেন ভারতের অধিনায়ক। ২০ বছরের তরুণ ফুটবলার খেলেন মিডফিল্ডে। অন্যদিকে কলকাতার ছেলে শুভ দুই মরসুম সবুজ-মেরুন জার্সিতে খেলে কেরলে গিয়েছিলেন। ফের এই শহরে এলেন তিনি।