এবারও কুলীন হওয়া হল না ভারতীয় টেনিসের, ডেভিস কাপে হার ভারতের

গতকাল ডাবলসে হারের পরই পরিষ্কার হয়ে গিয়েছিল অলৌকিক কোনও কিছু ছাড়া চেক প্রজাতন্ত্রকে টাইতে হারিয়ে ওয়ার্ল্ড গ্রুপে ওঠা সম্ভব নয়। রবিবার টাইয়ের দুটো সিঙ্গলসেই জিতলে তবেই চেকদের হারাতে পারত ভারত। কিন্তু দিনের প্রথম ম্যাচেই ইউকি ভামরি স্ট্রেটে সেটে হেরে যাওয়ায় সব আশা শেষ হয়ে গেল। টাইয়ের পঞ্চম ম্যাচ কেবলমাত্র নিয়মরক্ষার হয়ে দাঁড়াল।

Updated By: Sep 20, 2015, 12:49 PM IST
 এবারও কুলীন হওয়া হল না ভারতীয় টেনিসের, ডেভিস কাপে হার ভারতের

ওয়েব ডেস্ক: গতকাল ডাবলসে হারের পরই পরিষ্কার হয়ে গিয়েছিল অলৌকিক কোনও কিছু ছাড়া চেক প্রজাতন্ত্রকে টাইতে হারিয়ে ওয়ার্ল্ড গ্রুপে ওঠা সম্ভব নয়। রবিবার টাইয়ের দুটো সিঙ্গলসেই জিতলে তবেই চেকদের হারাতে পারত ভারত। কিন্তু দিনের প্রথম ম্যাচেই ইউকি ভামরি স্ট্রেটে সেটে হেরে যাওয়ায় সব আশা শেষ হয়ে গেল। টাইয়ের পঞ্চম ম্যাচ কেবলমাত্র নিয়মরক্ষার হয়ে দাঁড়াল।

প্রথম সিঙ্গলসের প্রথম ফিরতি সিঙ্গলসেও ইউকি হতাশই করলেন। অবশ্য বিশ্বের ৪০ নম্বর জিরি ভেসেলি বিরুদ্ধে ধারেভারে অনেকটা পিছিয়ে ছিলেন ইউকি। দ্বিতীয় সেটে কিছুটা লড়াই হলেও ভেসেলি সহজেই জিতলেন ৬-৩,৭-৫,৬-২। এই ভেসেলিকে হারিয়েই টাই জমিয়ে দিয়েছিলেন সোমদেব। কিন্তু লিয়েন্ডার-রোহন ডাবলসে হারের পর ভারতের কাজটা খুব কঠিন হয়ে যায়। ডাবলসে লিয়েন্ডাররা জিতলে টাইটা সোমদেব অবধি পৌঁছতে পারত।

টাইয়ে সিঙ্গলসে চেকদের এক নম্বর খেলোয়াড়কে হারিয়ে আত্মবিশ্বাসের চূড়োয় থাকা সোমদেবের কাছে টাইয়ের ভাগ্য লেখা থাকত। কিন্তু লি-রোহনরা হারায় শেষ অবধি ইউকির হারেই সব আশা শেষ হল। এবারেও বিশ্বের সেরা ১৬টি দেশের মধ্যে ঢুকে পড়ে কুলীন হওয়া হল না ভারতের। অবশ্য বিশ্বের প্রথম ১০০-এর মধ্যে দুজন সিঙ্গলস খেলোয়াড় না থাকলে কুলীন হওয়া মানায়ও না। 

.