দেখুন: David Warner এবার Salman Khan! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও
ডেভিড ওয়ার্নার ((David Warner) এবার মজলেন সলমন খানে (Salman Khan)!
নিজস্ব প্রতিবেদন: অস্ট্রেলিয়ার তারকা ব্য়াটার ডেভিড ওয়ার্নারের (David Warner) বিরাট ফ্যান বেস রয়েছে ভারতে । ওয়ার্নার শুধুই ব্যাট হাতে ঝড় তোলেন না, তিনি সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত চার-ছক্কা হাঁকান অবলীলায়। বিভিন্ন অবতারে ধরা দিয়ে ফ্যানদের মন জয়ে করে নেওয়ার মন্ত্র জানেন তিনি। ওয়ার্নার কখনও ফেস সোয়াপিং অ্যাপের মাধ্যমে অভিনেতাদের মুখের আদল নিজের মুখে বসিয়ে নেন, তো কখনও ইনস্টাগ্রামে নেচে-গেয়ে মাতিয়ে দেন।
এবার ওয়ার্নার বেছে নিয়েছেন বলিউডের 'ভাইজান' সলমন খানকে (Salman Khan)। সল্লু ও দিশা পাটানি (Disha Patani) অভিনীত 'রাধে-ইওর মোস্ট ওয়ান্টেড ভাই' ( Radhe - Your Most Wanted Bhai) ছবির জনপ্রিয় গান 'সিটি মার' (Seeti Maar) বেছে নিলেন ওয়ার্নার। অজি অলরাউন্ডার এই ভিডিও পোস্ট করার ২৪ ঘণ্টার মধ্যে ২০ লক্ষের ওপর মানুষ দেখে ফেলেছেন। ওয়ার্নার এই মুহূর্তে খেলছেন আইপিএলে (IPL 2022)। এই মরশুমে দিল্লি ক্যাপিটালস তাঁকে ৬ কোটি ২৫ লক্ষ টাকায় দলে নিয়েছে।
গত মরশুমে ওয়ার্নার আইপিএলে দু'ম্যাচে রান (০ ও ২) না পাওয়ায় সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) তাঁকে ব্রাত্যের তালিকায় ফেলে বসিয়ে দিয়েছিলেন রিজার্ভ বেঞ্চে। এমনকী ওয়ার্নার মাঠেও আসেননি বেশ কয়েক ম্যাচে। হোটেলে বসেই খেলা দেখেছেন দলের। আইপিএলে ৮ ম্যাচ খেলে মাত্র ১৯৫ রান করেন ওয়ার্নার। কেন উইলিয়ামসনের কাছে খোয়ান ক্যাপ্টেনসিও।
যে ওয়ার্নারের কাছে এই মরুদেশ হয়ে গিয়েছিল বধ্যভূমি। যাঁকে টিম ভেবে নিয়েছিল অচল সিকি, সেই ওয়ার্নারই সংযুক্ত আরব আমিরশাহিকে বানিয়ে ফেলেছিলেন নিজের পুণ্যভূমি। বুঝিয়ে দিয়েছিলেন যে, তাঁর ভিতরের আগুনটা এখনও জ্বলছে। অস্ট্রেলিয়াকে প্রথমবার কুড়ি ওভারের বিশ্বযুদ্ধ জেতানোর অন্যতম যোদ্ধা হয়ে উঠেছিলেন তিন। সঙ্গত কারণেই ওয়ার্নারকে টুর্নামেন্টের সেরা প্লেয়ার (Player of the Tournament) হিসাবে বেছে নেওয়া হয়েছিল। ওয়ার্নার গতবছর টি-২০ বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রান শিকারি হন। ২৮৯ রান এসেছিল তাঁর ব্যাট থেকে। দেখা যাক এবার আইপিএলে ওয়ার্নার কী ফুল ফোটান।
আরও পড়ুন: Rashid Khan: বিশ্ববন্দিত আফগান স্পিনার এখন মন দিয়েছেন এই কাজে
আরও পড়ুন: Sachin Tendulkar: মাস্টার ব্লাস্টারকে হিন্দিতে ধন্যবাদ জানালেন Ross Taylor