বেকহ্যাম এখন যেন `বিকেলে ভোরের ফুল`

ফুটবল জীবনের চতুর্থ ইনিংসের প্রথম ম্যাচে ফুল ফোটালেন ডেভিড বেকহ্যাম। রবিবার মার্সেইয়ের বিরুদ্ধে ডার্বি ম্যাচে প্যারিস সাঁ জার্মেইনের হয়ে প্রথম ম্যাচ খেলেন বেকস। পরিবর্ত হিসাবে ১৫ মিনিটের জন্য মাঠে নেমেই নিজের চেনা স্কিলের ঝলক দেখান বিশ্বফুটবলের অন্যতম সেরা তারকা। খেলার ১১ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় জার্মেইন। তবে স্টেডিয়ামে উপস্থিত ৪৮ হাজার দর্শক অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন বেকসের খেলা দেখার জন্য।

Updated By: Feb 25, 2013, 08:30 PM IST

ফরাসি লিগে অভিষেকেই নজর কাড়লেন প্রাক্তন ইংলিশ অধিনায়ক ডেভিড বেকহ্যাম। রবিবার মার্সেইয়ের বিরুদ্ধে ডার্বি ম্যাচে প্যারিস সাঁ জার্মেইনের হয়ে প্রথম ম্যাচ খেলেন বেকস। পরিবর্ত হিসাবে ১৫ মিনিটের জন্য মাঠে নেমেই নিজের চেনা স্কিলের ঝলক দেখান বিশ্বফুটবলের অন্যতম সেরা তারকা। খেলার ১১ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় জার্মেইন। তবে স্টেডিয়ামে উপস্থিত ৪৮ হাজার দর্শক অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন বেকসের খেলা দেখার জন্য।
শেষপর্যন্ত ৭৮ মিনিটে মাঠে নামেন তিনি। দর্শকদের করতালির মধ্যেই ফরাসি লিগে নতুন ইনিংস শুরু করেন বেকহ্যাম। জার্মেইনের দ্বিতীয় গোলটির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। সমর্থকদের আশ্বস্থ করে বেকস জানাচ্ছেন,সবে শুরু। যত সময় যাবে ততই ছন্দে পাওয়া যাবে তাঁকে।

প্যারিস সাঁ জার হয়ে মাঠে নামার আগেই বিতর্ক তাড়া করেছিলে বেকহ্যামকে৷ বেকহ্যামের বিরুদ্ধে উঠল কর ফাঁকি দেওয়ার অভিযোগ৷ তাও সামাজিক কাজকে কেন্দ্র করে৷ ৩৭ বছরের ব্রিটিশ ফুটবলার প্যারিস সাঁ জায় সই করার জন্য যে অর্থ পেয়েছেন, তা একটি সংস্থায় অনুদান হিসেবে দিয়েছেন৷ অনাথ শিশুদের সাহায্যার্থে৷ কিন্ত্ত ফরাসী আয়কর দন্তর বলছে, বেকহ্যামের অর্থ অনুদানের পিছনে আসলে রয়েছে ট্যাক্স বাঁচানোর খেলা৷

.