আর বাঁচবেন না বলে বিসিসিআইকে সাহায্যের অনুরোধ পাক স্পিনার দানিশ কানেরিয়ার!

দানিশ কানেরিয়া অসহায়ের মতো আবেদন করলেন বিসিসিআইয়ের কাছে! ইংল্যান্ডের কাউন্টি ক্লাব এসেক্সের হয়ে ক্রিকেট খেলাকালীন স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পড়েন পাকিস্তানের এই লেগ স্পিনার। অপরাধ প্রমাণ হওয়ার পর তাঁকে আজীবন ক্রিকেট থেকে নির্বাসিত করা হয়। তারপর থেকে সেই রায়ের বিরুদ্ধে তিন-তিনবার আদালতে গিয়েছেন দানিশ। কিন্তু রায়ের কোনও হেরফের হয়নি। তিনি যে তিমিরে ছিলেন, সেখানেই আছেন। আর তাই দানিশ কানেরিয়া বলেছেন, 'জীবনে যা কিছু টাকাপয়সা সঞ্চয় করেছিলাম, তার শেষটুকুও শেষ হয়ে এলো। জানি না এবার কী হবে। আমি কি তরুণ ভারতীয় ক্রিকেটারদের স্পিন বোলিং শেখাতে পারি না! পিসিবি আমার কোনও অনুরোধেই কর্নপাত করল না। আমায় বোধহয় এবার মরতে হবে।'

Updated By: Jan 21, 2016, 03:30 PM IST
আর বাঁচবেন না বলে বিসিসিআইকে সাহায্যের অনুরোধ পাক স্পিনার দানিশ কানেরিয়ার!

ওয়েব ডেস্ক: দানিশ কানেরিয়া অসহায়ের মতো আবেদন করলেন বিসিসিআইয়ের কাছে! ইংল্যান্ডের কাউন্টি ক্লাব এসেক্সের হয়ে ক্রিকেট খেলাকালীন স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পড়েন পাকিস্তানের এই লেগ স্পিনার। অপরাধ প্রমাণ হওয়ার পর তাঁকে আজীবন ক্রিকেট থেকে নির্বাসিত করা হয়। তারপর থেকে সেই রায়ের বিরুদ্ধে তিন-তিনবার আদালতে গিয়েছেন দানিশ। কিন্তু রায়ের কোনও হেরফের হয়নি। তিনি যে তিমিরে ছিলেন, সেখানেই আছেন। আর তাই দানিশ কানেরিয়া বলেছেন, 'জীবনে যা কিছু টাকাপয়সা সঞ্চয় করেছিলাম, তার শেষটুকুও শেষ হয়ে এলো। জানি না এবার কী হবে। আমি কি তরুণ ভারতীয় ক্রিকেটারদের স্পিন বোলিং শেখাতে পারি না! পিসিবি আমার কোনও অনুরোধেই কর্নপাত করল না। আমায় বোধহয় এবার মরতে হবে।'

দানিশ কানেরিয়া আরও বলেছেন, 'মনে হচ্ছে একমাত্র বিসিসিআই-ই আমাকে বাঁচাতে পারে। বিসিসিআই সেক্রেটারি অনুরাগ ঠাকুর এবং প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহর যদি অনুগ্রহ করে আমার ব্যাপারে আইসিসি-র সঙ্গে একটু কথা বলেন। যাতে আমার উপর থেকে নির্বাসন উঠে যায়। আমি যাতে আবার সসম্মাণে ক্রিকেটে ফিরতে পারি! তাহলেই আমি বাঁচবো। আমার মধ্যে যেটুকু ক্রিকেট রয়েছে, সেটাও বাঁচবে।' এখন দেখার দানিশের এই আবেদন বিসিসিআইকে কতটা প্রভাবিত করে।

.