CWG 2022 | Badminton: সিন্ধুরা শেষ চারে, ভাইরাল How'S The Josh, 'জয় হিন্দ' ভিডিয়ো

ভারতীয় ব্যাডমিন্টন দল প্রতি ম্যাচের আগে নিজেদের তাতানোর জন্য বিশেষ মন্ত্রোচ্চারণ করে। 'হাউজ দ্য জোশ'-এর সঙ্গেই 'জয় হিন্দ' বলে নিজেদের তাতান সিন্ধু-লক্ষ্যরা। এই ভাইরাল হয়ে গিয়েছে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর সেই ভিডিয়ো শেয়ার করেছন। 

Updated By: Aug 1, 2022, 02:15 PM IST
CWG 2022 | Badminton: সিন্ধুরা শেষ চারে, ভাইরাল How'S The Josh, 'জয় হিন্দ' ভিডিয়ো
ভাইরাল How'S The Josh, 'জয় হিন্দ' ভিডিয়ো

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি কমনওয়েলথে (Commonwealth Games 2022) দুরন্ত পারফরম্যান্স ভারতীয় ব্যাডমিন্টন দলের (Indian Badminton Team)। গত রবির রাতে কোয়ার্টার-ফাইনালে ভারত ৩-০ দক্ষিণ আফ্রিকাকে (India vs South Africa) গুঁড়িয়ে পৌঁছে গিয়েছে সেমিফাইনালে। বেস্ট-অফ-ফাইভ সিরিজে ভারতের মিক্সড ডাবলস জুটি বি সুমিত রেড্ডি (B. Sumeeth Reddy) ও অশ্বিনি পোনাপ্পা (Ashwini Ponnappa) হারিয়ে দিয়েছেন জার্ড এলিয়ট ও দেইদরা জর্ডনকে। সুমিত-অশ্বিনিরা জেতেন ২১-৯, ২১-১১ ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে সিঙ্গলসে লক্ষ্য সেন (Lakshya Sen) ২১-৫, ২১-৬ ব্যবধানে হারিয়েছেন কাডেন কাকোরাকে। প্রোটিয়া প্রতিদ্বন্দ্বী এদিন দাঁড়াতেই পারেননি লক্ষ্য সেনের। তৃতীয় ম্যাচে আকর্ষি কাশ্যপ (Aakarshi Kashyap) ২১-১১ ও ২১-১৬ হারিয়ে দিয়েছেন জোহানিতা স্কোলটজকে।

আরও পড়ুন: CWG 2022: বঙ্গতনয় অচিন্ত্য শিউলির হাত ধরে ফের সোনা

ভারতীয় ব্যাডমিন্টন দল প্রতি ম্যাচের আগে নিজেদের তাতানোর জন্য মন্ত্রোচ্চারণ করেন। 'হাউজ দ্য জোশ'-এর সঙ্গেই 'জয় হিন্দ' বলে নিজেদের তাতান সিন্ধু-লক্ষ্যরা।। এই ভাইরাল হয়ে গিয়েছে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর সেই ভিডিয়ো শেয়ার করেছন। 

আরও পড়ুনJeremy Lalrinnunga: প্রতিদ্বন্দ্বীদের বুকে টেনে নিলেন জেরেমি! হৃদয় জিতলেন 'সোনার ছেলে', চোখ ভেজাবে ভিডিয়ো

দেখতে গেলে ভারোত্তোলনের হাত ধরেই ভারতের হাফ ডজন পদক চলে এসেছে (এই প্রতিবেদন লেখা পর্যন্ত)। বার্মিংহ্যামে ভারতের হয়ে পদকের খাতা খুলেছিলেন সঙ্কেত সরগর। ৫৫ কেজি বিভাগে রেকর্ড গড়ে রুপো জেতেন তিনি। এরপর ৬১ কেজি বিভাগে দেশকে ব্রোঞ্জ এনে দেন গুরুরাজা পূজারি । এরপরই ৪৯ কেজি বিভাগে টোকিও অলিম্পিক্সের রূপো জয়ী মীরাবাই জেতেন সোনা। দেশকে চতুর্থ পদক এনে দেন বিন্দিয়ারানী দেবী। ৫৫ কেজি বিভাগে রুপো জেতেন তিনি। গতকাল রাতেই বাংলার ছেলে অচিন্ত্য শিউলির হাত ধরে ষষ্ঠ পদক এসেছে ভারতের। বাংলার ছেলে ভারোত্তোলনের ৭৩ কেজি বিভাগে সোনা জিতে শুধু রাজ্যেরই নয়, দেশের নামও উজ্জ্বল করেছেন। ভারতের পারফরম্যান্স এখনও পর্যন্ত বেশ সন্তোষজনক। দেখা যাক শেষ পর্যন্ত কতগুলি পদক আসে ভারতের ঝুলিতে।

আরও পড়ুনAntonella | Georgina: রোনাল্ডোর বান্ধবীকে দেখে নিজেকে সামলাতে পারলেন না মেসির স্ত্রী!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.