CWG 2022: জার্সি উড়িয়ে সৌরভের লর্ডসের স্মৃতি ফিরিয়ে আনলেন লক্ষ্য

ম্যাচ জিতেই দর্শকদের দিকে র‍্যাকেট ছুঁড়ে দেন ভারতের নতুন তারকা। সেলিব্রেশন করতে গিয়ে নিজের জামা খুলে ফেলেন তিনি। ব্যাডমিন্টন কোর্টের চারদিক দিয়ে দৌড়ে দর্শকদের অভিবাদন গ্রহণ করেন তিনি। তারপরেই দর্শকদের উদ্দেশ্যে নিজের জামা ছুঁড়ে দেন লক্ষ্য।   

Updated By: Aug 9, 2022, 02:06 PM IST
CWG 2022: জার্সি উড়িয়ে সৌরভের লর্ডসের স্মৃতি ফিরিয়ে আনলেন লক্ষ্য
সৌরভের মতোই জার্সি ওড়ালেন লক্ষ্য।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০০২ সালে ন্যাটওয়েস্ট ফাইনালের (Natwest Final) স্মৃতি ফিরে এল ২০২২ সালে। ১৮ বছর পর বার্মিংহামের এনইসি অ্যারেনায় ফিরে এল লর্ডসের স্মৃতি। ক্রিকেটের মক্কায় ইংল্যান্ডকে মেগা ফাইনালে হারিয়ে লর্ডসের ব্যালকনিতে জার্সি খুলে উড়িয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। প্রথমবার কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) সোনা জিতে অনেকটা সেই আদলে জার্সি খুলে ওড়ালেন লক্ষ্য সেন (Lakshya Sen)। মালয়েশিয়ার এনজি জি ইয়ং-কে হারিয়ে মহারাজের সেই স্মৃতি ফিরিয়ে আনলেন ২০ বছরের লক্ষ্য। 

সৌরভ যখন লর্ডসে জার্সি খুলে উড়িয়েছিলেন তখন লক্ষ্যের বয়স ছিল মাত্র এক। এহেন লক্ষ্য সেই কাণ্ড ঘটিয়ে বলছেন, "আমি সৌরভের সেলিব্রেশন দেখিনি। একেবারেই নিজের মতো করেই আমার জয় উদযাপন করেছি। তবে এ বার নিশ্চয়ই সৌরভের সেলিব্রেশন দেখব।" তিনি আরও যোগ করেছেন, "প্রথম গেমে পিছিয়ে পড়েও একবারের জন্যও মনে হয়নি ম্যাচ হেরে যাব। প্রথম গেম খুব ক্লোজ ছিল, যে কেউই জিততে পারত। দ্বিতীয় গেমের পরে ধারাবাহিকতা বজায় রাখতে চেষ্টা করেছি।" 

আরও পড়ুন: Lakshya Sen, CWG 2022 : কামব্যাক করে রুদ্ধশ্বাস ফাইনালে 'লক্ষ্য ভেদ', প্রথম সোনা জিতে নজির গড়লেন লক্ষ্য সেন

আরও পড়ুন: Lakshya Sen, CWG : প্রথম সোনা কাকে উৎসর্গ করলেন লক্ষ্য সেন? জানতে পড়ুন

হাড্ডাহাড্ডি লড়াই করে সোনা জিতেছেন ভারতীয় শাটলার। মালয়েশিয়ার প্রতিদ্বন্দ্বীর কাছে প্রথম গেম হেরেও দারুণ প্রত্যাবর্তন করে ম্যাচ জিতে নেন তিনি। রুদ্ধশ্বাস জয়ের পরে তাঁর সেলিব্রেশন নিয়েও যথেষ্ট চর্চা নেটদুনিয়ায়। মহারাজের সঙ্গে লক্ষ্যের মিল খুঁজে পেয়েছেন নেটিজেনরা। গেমসের শেষ দিনে ব্যাডমিন্টন সিঙ্গলসে সোনা জিতেছেন লক্ষ্য। ফাইনালের প্রথম গেমে ভাল খেলেও হার মানতে বাধ্য হন তিনি। তবে ১৯-২১ ফলে গেম হেরেও নিজের প্রতি বিশ্বাস হারাননি তিনি। পরের গেমে দুরন্ত কামব্যাক করে ২১-৯ ফলে উড়িয়ে দেন প্রতিদ্বন্দ্বী এনজি জি ইয়ংকে। নির্ণায়ক গেমেও ২১-১৬ ফলে জয় পান লক্ষ্য। 

ম্যাচ জিতেই দর্শকদের দিকে র‍্যাকেট ছুঁড়ে দেন ভারতের নতুন তারকা। সেলিব্রেশন করতে গিয়ে নিজের জামা খুলে ফেলেন তিনি। ব্যাডমিন্টন কোর্টের চারদিক দিয়ে দৌড়ে দর্শকদের অভিবাদন গ্রহণ করেন তিনি। তারপরেই দর্শকদের উদ্দেশ্যে নিজের জামা ছুঁড়ে দেন লক্ষ্য। সেই ভঙ্গিমা দেখেই নেটিজেনদের মত, তাহলে কী সৌরভের সেলিব্রেশনের আদলেই নিজের জয় উপভোগ করলেন লক্ষ্য? প্রসঙ্গত, ২০০২ সালের ন্যাটওয়েস্ট ফাইনালে একইরকম ভাবে কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ বের করেছিল ভারত। লর্ডসের বারান্দায় সৌরভের সেই জামা ওড়ানো আইকনিক হয়ে গিয়েছে ভারতের খেলাধুলোর জগতে।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

 

.