সাইনা-শ্রীকান্তদের হাত ধরে কমনওয়েলথে ব্যাডমিন্টনে সোনা ভারতের
পুরুষদের সিঙ্গলসে লি চং ওয়েইকে স্ট্রেট গেমে হারিয়ে দেন কিদাম্বি শ্রীকান্ত। খেলার ফল ২১-১৭, ২১-১৪।
নিজস্ব প্রতিবেদন : সোমবার গোল্ড কোস্টে সোনার বিকেল ভারতের। টেবিল টেনিসে ভারতীয় পুরুষ দলের সোনা জয়ের পর ব্যাডমিন্টনে সোনা এল ভারতের। সাইনা-শ্রীকান্তদের হাত ধরে ব্যাডমিন্টনের মিক্সড টিম ইভেন্টে গেমসে দশম সোনাটি ঘরে তুলল ভারত।
আরও পড়ুন - কমনওয়েলথ গেমসে টেবিল টেনিসে সোনা জয় ভারতীয় ছেলেদের
ফাইনালে মালয়েশিয়ার বিরুদ্ধে শুরুতেই মিক্সড ডাবলসে জয় ভারতের। সাত্যিকসাইরাজ, অশ্বিনী পোনাপ্পাকে সঙ্গে নিয়ে পেং সুন চান- লিউ ইং জুটিকে হারালেন ২১-১৪, ১৫-২১, ২১-১৫ গেমে। এরপর পুরুষদের সিঙ্গলসে লি চং ওয়েইকে স্ট্রেট গেমে হারিয়ে দেন কিদাম্বি শ্রীকান্ত। খেলার ফল ২১-১৭, ২১-১৪।
আরও পড়ুন - শুটিংয়ে সোনা জয় জিতুর, রুপো পেলেন বাংলার মেহুলি, ব্রোঞ্জ ওম-অপূর্বি'র
২-০ ব্যবধানে এগিয়ে গেলেও পুরুষদের ডাবলসে হেরে যান সাত্যিক ও চিরাগ শেট্টি জুটি।ভি শেম গোহ- উই কিয়ং তান জুটির কাছে ১৫-২১, ২০-২২ গেমে হারলেন ভারতীয় জুটি। এরপর মহিলাদের সিঙ্গলসে বাজিমাত্ করেন সাইনা নেহওয়াল। সোনিয়া শিয়াকে ২১-১১, ১৯-২১, ২১-৯ গেমে উড়িয়ে দিলেন হায়দরাবাদী শাটলার। সবমিলিয়ে ৩-১ ব্যবধানে মালয়েশিয়াকে হারিয়ে ব্যাডমিন্টনে মিক্সড টিম ইভেন্টে সোনা জিতল ভারতীয় দল।
The #DreamTeam!
Let us all take a bow and #SHARETHEDREAM that became a reality! #TeamIndia 's first ever medal in #CommonwealthGames #GC2018Badminton ; A Gold after having defeated #TeamMalaysia 3-1! #Congratulations Champions @BAI_Media @GC2018 pic.twitter.com/Eu1DnNkccq
— IOA - Team India (@ioaindia) April 9, 2018