কমনওয়েলথ গেমসে ভারতের ২৫ তম সোনা এল বক্সিংয়ে, মোট পদক ৫৯

এই নিয়ে গেমসের দশম দিনে বক্সিংয়ে ভারতের তিনটি সোনা এল।

Updated By: Apr 14, 2018, 06:02 PM IST
কমনওয়েলথ গেমসে ভারতের ২৫ তম সোনা এল বক্সিংয়ে, মোট পদক ৫৯

নিজস্ব প্রতিবেদন : গোল্ড কোস্টে শনিবার সোনার দিনের শুরুটা করেছিলেন বক্সার মেরি কম। ভারতের ২৫ তম সোনা এল সেই বক্সিংয়েই। সৌজন্যে বিকাশ কৃশাণ।

আরও পড়ুন- অ্যাথলেটিক্সে প্রথম সোনা আনলেন নীরজ চোপড়া

পুরুষদের ৭৫ কেজি বিভাগের ফাইনালে ক্যামেরুনের দেউদন উইলফ্রেড সেই নসেনগুকে ৫-০ ব্যবধানে হারিয়ে সোনা জিতলেন ভারতীয় বক্সার বিকাশ। এই নিয়ে গেমসের দশম দিনে বক্সিংয়ে ভারতের তিনটি সোনা এল। গোল্ড কোস্টে বক্সিংয়ে ভারতের মোট পদক ৮টি-যার মধ্যে ৩টি সোনা,২টি রুপো এবং ৩টি ব্রোঞ্জ রয়েছে।

আরও পড়ুন- ইতিহাস গড়ে সোনা জিতলেন মনিকা

এবারের কমনওয়েলথ গেমসে এখন পর্যন্ত ২৫টি সোনা, ১৬টি রুপো এবং ১৮টি ব্রোঞ্জ নিয়ে মোট ৫৯ টি পদক নিয়ে পদক তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারত।  

আরও পড়ুন- কুস্তিতে সোনা 'দঙ্গল গার্ল'-র, ব্রোঞ্জ সাক্ষীর

.