অভিষেকেই কামাল, নতুন গেমস রেকর্ড তৈরি করে গ্লাসগোয় ভারত্তোলনে সোনা সতীশ শিবলিঙ্গমের
অভিষেকেই কামাল। ভারতীয় ভারত্তোলক সতীশ শিবলিঙ্গম ৭৭কেজি বিভাগে স্বর্ণ পদক জিতলেন। তৈরি করলেন নতুন কমনওয়েলথ রেকর্ডস। ওই বিভাগেই রুপো জিতেছেন আর এক ভারতীয় রবি কাটুলু।
গ্লাসগো: অভিষেকেই কামাল। ভারতীয় ভারত্তোলক সতীশ শিবলিঙ্গম ৭৭কেজি বিভাগে স্বর্ণ পদক জিতলেন। তৈরি করলেন নতুন কমনওয়েলথ রেকর্ডস। ওই বিভাগেই রুপো জিতেছেন আর এক ভারতীয় রবি কাটুলু।
রেকর্ড তৈরির পথে ২২ বছরের সতীশ তোলেন মোট ৩২৮ কেজি (১৪৯+১৭৯)। ২০১০ সালের সোনা বিজয়ী রবি রুপো পেলেন ৩১৭ কেজি (১৪২+১৭৫) ভার তুলে।
মহিলাদের ৬৩ কেজি বিভাগে ২০২ কেজি (৮৮+১১৪) ওজন তুলে ব্রোঞ্জ জিতলেন পুনম যাদব।
ভারত্তোলক বিভাগে ভারত ইতিমধ্যেই ছাপিয়ে গেছে ২০১০ সালের দিল্লি কমনওয়েলথের পারফরম্যান্সকে। গ্লাসগোয় এখনও পর্যন্ত ভারত্তোলনে ভারতে ঝুলিতে মোট ৯টি পদক জমা পড়েছে।
৬টি সোনা সহ ভারত গ্লাসগোয় এখনও পর্যন্ত ২২টি পদক পেয়ে পদকতালিকায় পঞ্চম স্থানে রয়েছে। ২৬টি সোনা সহ মোট ৭৩টি পদক পেয়ে এখনও তালিকায় শীর্ষে অস্ট্রেলিয়া।
.