দুবাই উড়ে যাওয়ার আগে প্রস্তুতি শিবির, চেন্নাইয়ে পৌঁছে গেলেন ধোনি-রায়নারা
টিম হোটেল থেকে চিপকে প্র্যাকটিস করতে যাওয়া ছাড়া, অন্য কোথাও যাবার অনুমতি পাবেন না ক্রিকেটাররা। এমনকি চেন্নাইয়ের শিবির চলাকালীন দুবার করোনা পরীক্ষা করা হবে সংশ্লিষ্ট ক্রিকেটারদের।
নিজস্ব প্রতিবেদন: সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএল-এর কাউন্টডাউন শুরু হয়ে গেল চেন্নাই থেকেই। দুবাইয়ে উড়ে যাওয়ার আগে চেন্নাইয়ে প্রস্তুতি শিবির করছে সিএসকে। স্বাধীনতা দিবসের আগের দিনই চেন্নাই পৌঁছে গেলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। মাস্ক পরা ধোনির সেই ছবি পোস্ট করা হয়েছে চেন্নাই সুপার কিংসের টুইটার পেজে।
Thala Dharisanam Reloaded! #WhistlePodu #StartTheWhistles pic.twitter.com/Muk7MQyN85
— Chennai Super Kings (@ChennaiIPL) August 14, 2020
শুক্রবার যে বিশেষ বিমানে ধোনিরা চেন্নাই পৌঁছান সেই একই বিমানে ছিলেন সুরেশ রায়না, দীপক চাহার, পীযুষ চাওলারাও। সুরেশ রায়না নিজে সেই ছবি পোস্ট করেছেন।
— Suresh Raina (@ImRaina) August 14, 2020
ধোনি সহ চেন্নাইয়ের শিবিরে যোগ দিতে চলা সব ক্রিকেটারদের কোভিড টেস্টের ফল নেগেটিভ এসেছে বলেই জানা গিয়েছে। ধোনি, রায়না, পীযুষ, দীপকদের পাশাপাশি চেন্নাই পৌঁছে গিয়েছেন কেদার যাদবও।
Pune boys making all the noise! Kedar and Ruturaj are back in the #HomeSweetDen! #StartTheWhistles #WhistlePodu pic.twitter.com/Ntomj624wg
— Chennai Super Kings (@ChennaiIPL) August 14, 2020
ব্যক্তিগত কারণে শিবিরে থাকতে পারছেন না হরভজন সিং এবং রবীন্দ্র জাদেজা। ১৫ অগাস্ট থেকে ২০ অগাস্ট চিপকে অনুশীলন করবেন ধোনিরা। ২১ অগাস্ট চেন্নাই থেকে দুবাই রওনা হবে বলে জানা গিয়েছে।
The Masketeers! #StartTheWhistles #WhistlePodu pic.twitter.com/EP6Ww554S5
— Chennai Super Kings (@ChennaiIPL) August 14, 2020
#StartTheWhistles pic.twitter.com/jU2ZPf56Nv
— Chennai Super Kings (@ChennaiIPL) August 14, 2020
টিম হোটেল থেকে চিপকে প্র্যাকটিস করতে যাওয়া ছাড়া, অন্য কোথাও যাবার অনুমতি পাবেন না ক্রিকেটাররা। এমনকি চেন্নাইয়ের শিবির চলাকালীন দুবার করোনা পরীক্ষা করা হবে সংশ্লিষ্ট ক্রিকেটারদের। আপাতত দলের বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজির অধীনেই অনুশীলন চলবে ধোনিদের।
আরও পড়ুন -জীবনের প্রথম টেস্ট সেঞ্চুরি, নস্টালজিক সচিন তেন্ডুলকর