দুবাই উড়ে যাওয়ার আগে প্রস্তুতি শিবির, চেন্নাইয়ে পৌঁছে গেলেন ধোনি-রায়নারা

টিম হোটেল থেকে চিপকে প্র্যাকটিস করতে যাওয়া ছাড়া, অন্য কোথাও যাবার অনুমতি পাবেন না ক্রিকেটাররা। এমনকি চেন্নাইয়ের শিবির চলাকালীন দুবার করোনা পরীক্ষা করা হবে সংশ্লিষ্ট ক্রিকেটারদের।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Aug 14, 2020, 06:48 PM IST
 দুবাই উড়ে যাওয়ার আগে প্রস্তুতি শিবির, চেন্নাইয়ে পৌঁছে গেলেন ধোনি-রায়নারা
ছবি সৌজন্যে : টুইটার

নিজস্ব প্রতিবেদন: সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএল-এর কাউন্টডাউন শুরু হয়ে গেল চেন্নাই থেকেই। দুবাইয়ে উড়ে যাওয়ার আগে চেন্নাইয়ে প্রস্তুতি শিবির করছে সিএসকে। স্বাধীনতা দিবসের আগের দিনই চেন্নাই পৌঁছে গেলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। মাস্ক পরা ধোনির সেই ছবি পোস্ট করা হয়েছে চেন্নাই সুপার কিংসের টুইটার পেজে।

শুক্রবার যে বিশেষ বিমানে ধোনিরা চেন্নাই পৌঁছান সেই একই বিমানে ছিলেন সুরেশ রায়না, দীপক চাহার, পীযুষ চাওলারাও। সুরেশ রায়না নিজে সেই ছবি পোস্ট করেছেন।

ধোনি সহ চেন্নাইয়ের শিবিরে যোগ দিতে চলা সব ক্রিকেটারদের কোভিড টেস্টের ফল নেগেটিভ এসেছে বলেই জানা গিয়েছে। ধোনি, রায়না, পীযুষ, দীপকদের পাশাপাশি চেন্নাই পৌঁছে গিয়েছেন কেদার যাদবও।

ব্যক্তিগত কারণে শিবিরে থাকতে পারছেন না হরভজন সিং এবং রবীন্দ্র জাদেজা। ১৫ অগাস্ট থেকে ২০ অগাস্ট চিপকে অনুশীলন করবেন ধোনিরা। ২১ অগাস্ট চেন্নাই থেকে দুবাই রওনা হবে বলে জানা গিয়েছে।

 

টিম হোটেল থেকে চিপকে প্র্যাকটিস করতে যাওয়া ছাড়া, অন্য কোথাও যাবার অনুমতি পাবেন না ক্রিকেটাররা। এমনকি চেন্নাইয়ের শিবির চলাকালীন দুবার করোনা পরীক্ষা করা হবে সংশ্লিষ্ট ক্রিকেটারদের। আপাতত দলের বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজির অধীনেই অনুশীলন চলবে ধোনিদের।

আরও পড়ুন -জীবনের প্রথম টেস্ট সেঞ্চুরি, নস্টালজিক সচিন তেন্ডুলকর

.