Cristiano Ronaldo: ৩৮-এ ৪০! পাগল করে দিচ্ছেন রোনাল্ডো, পর্তুগালের গোলবন্যার রাতে করলেন ফের রেকর্ড

Cristiano Ronaldo Surpasses Erling Haaland To Become Top Goal Scorer In 2023: কে রুখবে সিআর সেভেনকে! পাগল করা ফুটবল খেলছেন তিনি। রেকর্ডের পর রেকর্ড করেই চলেছেন তিনি।

Updated By: Oct 17, 2023, 01:48 PM IST
Cristiano Ronaldo: ৩৮-এ ৪০! পাগল করে দিচ্ছেন রোনাল্ডো, পর্তুগালের গোলবন্যার রাতে করলেন ফের রেকর্ড
রোনাল্ডোর রেকর্ডে ছিটকে গেলেন হাল্যান্ড-এমবাপে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo), যাঁর কোনও ভূমিকারই প্রয়োজন নেই। তিনি আজ নিজেই ব্র্যান্ড। মহাবিশ্বের কোটি কোটি মানুষ রোনাল্ডো বলতেই অজ্ঞান। তাঁর ম্যাজিকের বুঁদ হয় বিশ্ব। রোনাল্ডোর আর ফুটবল থেকে সত্যিই পাওয়ার কিছু নেই। এই খেলাটা তাঁকে দু'হাত উজাড় করেই সব দিয়েছে। তবুও নামটা যে সিআর সেভেন। কেরিয়ারের অস্তাচলে রন। তবুও তাঁর থেকে মানুষের প্রত্যাশা আকাশছোয়া! আর হবেই না বা কেন! খেলা দেখলে মনেই হচ্ছে না যে, তাঁর বয়স এখন ৩৮, যেন তিনি পা দিয়েছেন ২৮ বছরে। রোনাল্ডো মানেই তো ম্যাজিক। আরও একবার সেই জাদুর সাক্ষী থাকল বসনিয়ার বিলিনো পোজ স্টেডিয়াম। ইউরো কোয়ালিফায়ারে (Euro 2024 qualifier) রোনাল্ডোর পর্তুগাল মুখোমুখি হয়েছিল বসনিয়া-হার্জেগোভিনা (Portugal vs Bosnia-Herzegovina)। সিআর সেভেন অ্যান্ড কোং ৫-০ গোলের মালা পরাল প্রতিপক্ষকে। রোনাল্ডোর পা থেকে এল জোড়া গোল। 

আরও পড়ুন: WATCH | World Cup 2023: রোহিতরা চলে এলেন পুণেতে, বিমানবন্দরে টিম ইন্ডিয়ার নামে জয়ধ্বনি

গত ম্যাচে জোড়া গোল করা রোনাল্ডো ফের করলেন জোড়া গোল। একটি করে গোল ব্রুনো ফার্নান্ডেজ, জোয়াও ক্যানসেলো ও জোয়াও ফেলিক্সের। ম্যাচের প্রথমার্ধেই মুড়িমুড়কির মতো গোল করল পর্তুগাল। বিরতির আগেই হয়ে যায় পাঁচ গোল। রোনাল্ডোদের আক্রমণাত্মক ফুটবলের সামনে ভেসে গেল বসনিয়া। তারা আর ঘুরে দাঁড়াতেই পারল না। ম্যাচের পাঁচ মিনিটেই রোনাল্ডো পেনাল্টিতে গোল করে গোলের খাতা খুলে দেন। এর ঠিক ১৫ মিনিট পর ফের ঝলসে ওঠেন সিআর সেভেন। ফেলিক্সের পাস থেকে গোলকিপারের মাথার উপর দিয়ে চিপ করে গোল করে দেন রোনাল্ডো। রেফারি প্রথমে অফসাইড দিয়েছিলেন, তবে ভিএআর প্রযুক্তি বলে দেয় এই গোল বৈধ। এই দুই গোল করেই রোনাল্ডো চলতি বছরের সর্বাধিক গোলদাতা হয়ে গেলেন। আর্লিং হাল্যান্ড ও কিলিয়ান এমবাপেকে পিছনে ফেলে দিলেন তিনি। ২০২৩-এ ক্লাব ও জাতীয় দলের হয়ে ৪০ গোল করে ফেলেলন রোনাল্ডো। আর্লিং হাল্যান্ড (৩৯) রয়েছেন দুইয়ে, তিনে কিলিয়ান এমবাপে (৩৫)। পুরুষদের আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা রোনাল্ডোর জাতীয় দলের হয়ে গোল সংখ্যা দাঁড়াল ১২৭। চলতি ইউরো বাছাই পর্বে ৭ ম্যাচে তার ৯ গোল করা হয়ে গেল। দ্বিতীয়ার্ধে পর্তুগাল অনেক ঢিমেতালে খেলল। কোনও গোলই এল না। আট ম্যাচে ১০০ শতাংশ সাফল্যের সুবাদে ২৪ পয়েন্ট নিয়ে 'জে' গ্রুপের শীর্ষে থাকল পর্তুগাল।

আরও পড়ুন: IND vs PAK | World Cup 2023: 'ঈশ্বর'কে চটানোর ভয়ংকর পরিণাম! ঠারেঠোরে ক্ষমা চাইলেন শোয়েব

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, ১লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.