Cristiano Ronaldo: 'ওই মহামানব আসে'... এবার ভারতে সিআরসেভেন! রইল সব তথ্য
Cristiano Ronaldo Set To Visit India With Club Al Nassr: মারাদোনা-পেলে থেকে মেসি! ভারতে এসেছেন ফুটবল ইতিহাসের সব মহারথীরা। তবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এখনও পা রাখেননি এই দেশে। এবার রোনাল্ডোর আসার সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) আল নাসের (Al Nassr) আসতে পারে ভারতে। এমনটাই খবর এখন বাজারে। ইন্ডিয়ান সুপার লিগের (India's Indian Super League, ISL) দল মুম্বই সিটি-র (Mumbai City) বিরুদ্ধে খেলতে পারে সৌদির হেভিওয়েট ক্লাব। আইএসএলের অন্যতম ধারাবাহিক দল মুম্বই সিটি। ভারতের প্রথম ক্লাব হিসেবে তারা ব্যাক-টু-ব্যাক দু'বার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের (AFC Champions League) টানা গ্রুপ পর্যায়ে জায়গা করে নিয়েছে। আল ইতিহাদের (Al-Ittihad) কাছে খেতাবি লড়াই হেরে গিয়েছে আল নাসের। কিন্তু রোনাল্ডো জানিয়ে দিয়েছেন যে, তিনি থাকছেন আল নাসেরেই। সৌদি আরবের জীবনের সঙ্গে অভ্যস্ত হয়ে গিয়েছেন তিনি।
পেলে-মারাদোনা ও মেসির মতো কিংবদন্তি ফুটবলারদের পা পড়েছে ভারতে। তবে এখনও পর্যন্ত পর্তুগিজ জাদুকর আসেননি এই দেশে। ইউরোপ ছেড়ে রোনাল্ডো এখন এশিয়ান ফুটবলে। সিআরসেভেন আল নাসেরে যোগ দেওয়ার সঙ্গেই তাঁর ভারতে খেলার সম্ভাবনা আরও জোরাল হয়েছিল। কারণ রোনাল্ডো এবার অংশ নিতে পারেন এএফসি চ্যাম্পিয়ন্স লিগে। এশিয়া মহাদেশের যা শ্রেষ্ঠ প্রতিযোগিতায় তিনি খেলবেন আল নাসেরের হয়ে।
আল নাসের সৌদি লিগ চ্যাম্পিয়ন হলে, তারা সরাসরি এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলায় টিকিট পেয়ে যেত। ভারত ও রিয়াধ পশ্চিম জোনে রয়েছে। আল নাসের ড্র-তে এক গ্রুপে পড়লে, ভারতের ক্লাব মুম্বই সিটি এফসির বিরুদ্ধে তাদের খেলার সম্ভাবনা ছিল। তবে সুযোগ কিন্তু পুরোপুরি শেষ হয়ে যায়নি। পাশাপাশি লড়াইও বেশ কঠিন। আল নাসেরকে এখন প্লে-অফ খেলতে হবে। সেখানে জিততেই হবে। জেতার পর যদি সব সমীকরণ মেলে, তবেই রোনাল্ডোরা ভারতে এসে খেলবেন মুম্বই সিটি-র বিরুদ্ধে। তবে ফ্যানরা আশা করতেই পারেন। একেবারে ঢাক ঢোল পিটিয়ে রোনাল্ডোকে নিয়ে এসেছে সৌদির বিখ্যাত ক্লাব। তিন বছরে ৬০০ মিলিয়ন ইউরোর (ভারতীয় মুদ্রায় প্রায় ১৭৭৫ কোটি ২৩ লক্ষ ৬৮ হাজার ২২৬ টাকা) চুক্তিতে এসেছেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী ফুটবলার। সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। ফুটবল ইতিহাসের সর্বকালের সবচেয়ে বড় চুক্তি করেছেন রোনাল্ডো।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)