গাড়ি দুর্ঘটনায় খুব জোর বেঁচে গেলেন সুরেশ রায়না

Updated By: Sep 12, 2017, 02:42 PM IST
 গাড়ি দুর্ঘটনায় খুব জোর বেঁচে গেলেন সুরেশ রায়না

ওয়েব ডেস্ক: গাড়ি দুর্ঘটনার হাত থেকে খুব জোর বেঁচে গেলেন ক্রিকেটার সুরেশ রায়না। বুধবার কানপুরের গ্রীনপার্ক স্টেডিয়ামে ইন্ডিয়া ব্লু দলের অধিনায়ক হিসেবে খেলার কথা তাঁর। সেইজন্যই গাজিয়াবাদ থেকে কানপুর সড়ক পথে নিজের গাড়িতে করে যাচ্ছিলেন গুজরাট লায়ন্সের অধিনায়ক। কিন্তু রাস্তায় মাঝপথে ফ্রেন্ডস কলোনির কাছে হঠাতই তাঁর বিলাসবহুল রেঞ্জ রোভারের চাকা ফেটে যায়।  

আরও পড়ুন অশ্বিন, জাদেজাকে বিশ্রাম দেওয়ার জন্য, বিসিসিআইয়ের সমালোচনায় আজাহার

পুলিস জানিয়েছে, সেই সময় রায়নার গাড়ির গতি তেমন বেশি ছিল না। না হলে, বেশ বড় দুর্ঘটনা ঘটতেই পারতো। রায়নার গাড়িতে কোনও অতিরিক্ত টায়ার ছিল না। তাই তিনি কিছুক্ষণ অপেক্ষাও করেন সেখানে। এরপর স্থানীয় পুলিসই রায়নাকে অন্য একটি গাড়িতে করে কানপুরে যাওয়ার ব্যবস্থা করে দেয়। ডিএসপি রাজেশ কুমার সিং বলেছেন, 'যে সময় রায়নার গাড়ির দুর্ঘটনাটি ঘটে, তখন চালকের আসনে ছিলেন সুরেশ রায়নাই। তবে, তাঁর কোনও চোট-আঘাত লাগেনি।'

আরও পড়ুন  দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই টেস্টে নেই বাংলাদেশের সেরা অলরাউন্ডার

.