দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে বিরাট সিদ্ধান্ত নিলেন শ্যেন ওয়ার্ন

ভয়ঙ্কর দাবানলের গ্রাসে অস্ট্রেলিয়ার বিস্তীর্ন অরণ্য। যার জেরে প্রবল ক্ষতিগ্রস্থ হয়েছেন অরণ্যের পার্শ্ববর্তী অঞ্চলে থাকা মানুষরা।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Jan 6, 2020, 03:12 PM IST
দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে বিরাট সিদ্ধান্ত নিলেন শ্যেন ওয়ার্ন

নিজস্ব প্রতিবেদন:  অভিনব উদ্যোগ শ্যেন ওয়ার্নের। অস্ট্রেলিয়ায় দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্যর্থে এগিয়ে এলেন কিংবদন্তি স্পিনার।
ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়ার একাংশ। পুড়ে ছাড়খার হয়ে যাচ্ছে সব কিছু। ক্ষতিগ্রস্ত কয়েক কোটি বন্যপ্রাণী। এই অবস্থায় অর্থ সংগ্রহের জন্য নিজের ব্যাগি গ্রিন টুপি নিলামে তুললেন কিংবদন্তি লেগ স্পিনার শ্যেন ওয়ার্ন।

ভয়ঙ্কর দাবানলের গ্রাসে অস্ট্রেলিয়ার বিস্তীর্ন অরণ্য। যার জেরে প্রবল ক্ষতিগ্রস্থ হয়েছেন অরণ্যের পার্শ্ববর্তী অঞ্চলে থাকা মানুষরা। হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়ে পড়েছেন ইতিমধ্যে। দাবানলে ক্ষতিগ্রস্থ মানুষদের জন্য এগিয়ে এসেছেন বিগ ব্যাশ লিগে খেলা ক্রিস লিন, গ্লেন ম্যাক্সওয়েল, ডার্চি শর্টের মতো ক্রিকেটাররা। প্রতি ছক্কায় দাবানলে ক্ষতিগ্রস্থরা পাবেন ২৫০ ডলার।

 

দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে বিরাট সিদ্ধান্ত নিলেন শ্যেন ওয়ার্ন। যে ব্যাগি গ্রিন টুপি পড়ে প্রায় দেড়শো টেস্ট ম্যাচ খেলেছেন ওয়ার্ন, সেই ব্যাগি গ্রিন টুপি নিলামে তুললেন তিনি। সোস্যাল সাইটে টুপি নিলামের কথা ঘোষণা করতেই ব্যাপক সাড়া মিলেছে। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন এই টুপি কেনার জন্য ২৫ হাজার ডলার দর দিয়েছেন।

আরও পড়ুন - বিরাট ফ্যানের কীর্তিতে অবাক 'কিং কোহলি'!

.