করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর আহ্বানে আর্থিক অনুদান নিয়ে এগিয়ে এল CAB

মারণ ভাইরাসের মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে এবার এগিয়ে এল সিএবি।

Reported By: সুখেন্দু সরকার | Updated By: Mar 25, 2020, 07:10 PM IST
করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর আহ্বানে আর্থিক অনুদান নিয়ে এগিয়ে এল CAB

নিজস্ব প্রতিবেদন: করোনার জেরে লকডাউন। ব্যবসা বন্ধ। এহেন পরিস্থিতিতে চাপ বেড়েছে রাজ্যের কোষাগারে। সে কারণে সাধারণ মানুষকে এগিয়ে এসে সহযোগিতার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এবার স্টেট এমার্জেন্সি রিলিফ ফান্ডে আর্থিক অনুদান নিয়ে হাজির বঙ্গীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা CAB।

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ঘরে থাকুন, নিরাপদে থাকুন- এমনই বার্তা দিয়েছেন বাংলার ক্রিকেটাররা। CAB-র পক্ষ থেকে সেই ভিডিও প্রকাশ করা হয়েছে। সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া জানান, সকলকে সচেতন করতেই আমাদের এই উদ্যোগ।

মারণ ভাইরাসের মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে এবার এগিয়ে এল সিএবি। স্টেট এমার্জেন্সি রিলিফ ফান্ডে ২৫ লক্ষ টাকা আর্থিক অনুদান তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। এ প্রসঙ্গে সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া বলেন, "ক্রিকেট হল ঐক্যের প্রতীক; আর আমরাও মানবিকতার পক্ষেই ! তাই এই মহামারী দূর করতে আমরাও উদ্যোগী।" পাশাপাশি সিএবি-সচিব স্নেহাশিস গাঙ্গুলি জানান,"রাজ্য এবং কেন্দ্রের উদ্যোগকে সাধুবাদ জানাতেই হবে। দেশজুড়ে লকডাউন চলছে। আমাদের এখনও অনেক কিছু করার বাকি আছে তাই আমরাও এগিয়ে এসেছি মানুষের সাহায্যে।"

আরও পড়ুন - এবারের আইপিএল কি হবে? উত্তর দিলেন বোর্ড প্রেসিডেন্ট

.