IPL শুরুর আগে সুখবর নাইট শিবিরে; ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ জিতে নিল কিং খানের দল
এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে শুরু থেকেই চ্যাম্পিয়নের মতো খেলছিল শাহরুখ খানের দল। এবার টানা ১২ ম্যাচে জিতল ত্রিনবাগো নাইট রাইডার্সের।
নিজস্ব প্রতিবেদন: লেন্ডল সিমন্স,ড্যারেন ব্রাভো এবং কায়রন পোলার্ডদের হাত ধরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ জিতে নিল শাহরুখ খানের দল ত্রিনবাগো নাইট রাইডার্স। প্রীতি জিন্টার দল সেন্ট লুসিয়া জুকসকে ফাইনালে ৮ উইকেটে হারাল তারা। আইপিএল শুরুর আগেই সিপিএলের হাত ধরে ট্রফি জয় কিং খানের দলের।
প্রথমে ব্যাট করে সেন্ট লুসিয়া জুকস নির্ধারিত ২০ ওভারে ১৫৪ রান তুলেছিল। নাইট অধিনায়ক কায়রন পোলার্ডের বিধ্বংসী বোলিংয়ে গুটিয়ে যায় জুকসরা। ৩০ রান দিয়ে ৪ উইকেট নেন পোলার্ড। ১৫৫ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই দুটি উইকেট হারায় নাইটরা। এরপর লেন্ডল সিমন্স এবং ড্যারেন ব্রাভোর ব্যাটে ভর করে ১১ বল বাকি থাকতেই ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় ত্রিনবাগো নাইট রাইডার্স। ৪৯ বলে ৮৪ রানে অপরাজিত থাকেন সিমন্স। ম্যাচের সেরাও হয়েছেন তিনি। অন্যদিকে ৪৭ বলে ৫৮ রানে নট আউট থাকেন ড্যারেন ব্রাভো।
.@TKRiders are FOUR-TIME @CPL champions
Trinbago make itwins from matches in CPL 2020 as they beat @Zouksonfire by eight wickets in the final #TKRvSLZ
A perfect season for the Knight Riders
Scorecard https://t.co/852TYk0sYd pic.twitter.com/qMfX2f4czA
— Sky Sports Cricket (@SkyCricket) September 10, 2020
এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে শুরু থেকেই চ্যাম্পিয়নের মতো খেলছিল শাহরুখ খানের দল। এবার টানা ১২ ম্যাচে জিতল ত্রিনবাগো নাইট রাইডার্সের। অপরাজিত চ্যাম্পিয়ন তারা। মোট চারবার সিপিএল ট্রফি ঘরে তুলল ত্রিনবাগো নাইট রাইডার্স।
আরও পড়ুন - আইপিএল ২০২০-তে একমাত্র বাংলাদেশী ইনি! তবে ক্রিকেটার নন