হাসপাতালে ভর্তি করা হল করোনা আক্রান্ত হকি খেলোয়াড় মনদীপ সিং-কে
যদিও জলন্ধরের হকি খেলোয়াড় মনদীপের শরীরে মারণ ভাইরাসের কোনও উপসর্গ ছিল না।
নিজস্ব প্রতিবেদন: ভারতীয় পুরুষ হকি দলের তারকা খেলোয়াড় মনদীপ সিং-এর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর এবার রক্তে অক্সিজেনের মাত্রা কমতে থাকায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হল। যদিও জলন্ধরের হকি খেলোয়াড় মনদীপের শরীরে মারণ ভাইরাসের কোনও উপসর্গ ছিল না। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হতে থাকে তাঁর বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, ১০ অগাস্ট রাত্রে চিকিত্সকরা মনদীপকে পরীক্ষা করার সময়রক্তে অক্সিজেনের মাত্রা কমার হদিশ পান। এরপর সাই ক্যাম্পাস থেকে স্থানীয় কোভিড হাসপাতাল-এসএস স্পর্শ মাল্টিস্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বর্তমানে অবশ্য মনদীপের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।
মনদীপের আগে জাতীয় হকি দলের যে সমস্ত খেলোয়াড়দের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে তাঁরা হলেন অধিনায়ক মনপ্রীত সিং, ডিফেন্ডার সুরেন্দর কুমার, জসকরণ সিং, কৃষাণ বি পাঠক এবং ড্র্যাগ ফ্লিকার বরুণ কুমার। জাতীয় হকি দলের খেলোয়াড়রা সাইয়ের বেঙ্গালুরুর সাউথ সেন্টারের শিবিরে যোগ দিয়েছেন। সেখানেই করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে হকি খেলোয়াড়দের।
আরও পড়ুন- Google-এ সবচেয়ে বেশি 'সার্চড' ক্রিকেটার কে, জেনে নিন