Covid outbreak: Sydney তে Australia-India তৃতীয় টেস্ট ঘিরে আশঙ্কা
ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয়ের মধ্যে রাখা হয়েছে যাতে গোটা সিরিজে সুস্থভাবে খেলা সম্ভব হয়। সুরক্ষার দিকে নজর রাখা হচ্ছে। আশা করা যাচ্ছে, সিডনিতে (Sydney) তৃতীয় টেস্ট শুরু হওয়ার আগেই সব স্বাভাবিক হয়ে যাবে।
নিজস্ব প্রতিবেদন: অস্ট্রেলিয়ায় সিডনিতে (Sydney) ফের বেড়েছে করোনাভাইরাসের (Covid-19 outbreak) প্রভাব। ইতিমধ্যেই কোভিডে আক্রান্ত হয়েছেন বেশ কিছু মানুষ। এদিকে ভারত-অস্ট্রেলিয়া (Australia vs India)তৃতীয় টেস্ট ৭ জানুয়ারি থেকে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শুরু হওয়ার কথা। কিন্তু সিডনিতে (Sydney) করোনার ব্যাপক প্রকোপ (Covid-19 outbreak) থাকায় তৃতীয় টেস্ট ঘিরে সংশয় দেখা দিচ্ছে। দেখা দিয়েছে আশঙ্কাও। সতর্ক ক্রিকেট অস্ট্রেলিয়া (Cricket Australia)।
অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের (Cricket Australia) তরফে জানানো হয়েছে, সিডনিতে যদি খেলা সম্ভব হয় তাহলে সেটা করা হবে। তবে সেখানকার স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে গোটা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে বলেও জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (Cricket Australia) অন্তর্বর্তী চিফ এক্সিকিউটিভ নিক হকলে (Nick Hockley)।
ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয়ের মধ্যে রাখা হয়েছে যাতে গোটা সিরিজে সুস্থভাবে খেলা সম্ভব হয়। সুরক্ষার দিকে নজর রাখা হচ্ছে। আশা করা যাচ্ছে, সিডনিতে (Sydney) তৃতীয় টেস্ট শুরু হওয়ার আগেই সব স্বাভাবিক হয়ে যাবে।
আরও পড়ুন- Doping Ban: নিষেধাজ্ঞা কমলেও Tokyo অলিম্পিক্স এবং Qatar বিশ্বকাপে নেই Russia
এদিকে সূত্র মারফত জানা যাচ্ছে, সিডনি ক্রিকেট গ্রাউন্ড (SCG)থেকে অস্ট্রেলিয়া-ভারত (Australia vs India) তৃতীয় টেস্ট ম্যাচ সরিয়ে নেওয়ার বিষয়ে এখনও কথা না হলেও অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড (Cricket Australia) কিন্তু ইতিমধ্যেই মেলবোর্ন ক্রিকেট ক্লাবের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে বক্সিং ডে টেস্টের পর এমসিজি-তে (MCG) হতে পারে ভারত-অষ্ট্রেলিয়া (Australia vs India) তৃতীয় টেস্টও।
আরও পড়ুন- Syed Mushtaq Ali T20 Trophy: VVS Laxman ও Arun Lal-এর তত্বাবধানে প্রস্তুতি শুরু বাংলার