Sydney-তে করোনার প্রকোপ, কোথায় হবে India-Australia তৃতীয় টেস্ট?
সিডনির স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে গোটা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (Cricket Australia) আধিকারিকরা।
নিজস্ব প্রতিবেদন: অস্ট্রেলিয়ায় সিডনিতে (Sydney)ফের বেড়েছে করোনাভাইরাসের (Covid-19 outbreak) সংক্রমণ। নতুন বছরের শুরুতে ভারত-অস্ট্রেলিয়া (Australia vs India) তৃতীয় টেস্ট ৭ জানুয়ারি থেকে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (Sydney Cricket Ground) শুরু হওয়ার কথা। কিন্তু সিডনিতে (Sydney) করোনার ব্যাপক প্রকোপ (Covid-19 outbreak) থাকায় তৃতীয় টেস্ট সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (Sydney Cricket Ground) হওয়া নিয়ে সংশয় দেখা দিচ্ছে। The New Indian Express-এর রিপোর্ট অনুযায়ী, পরিবর্তিত পরিস্থিতিতে বক্সিং ডে টেস্টের পর মেলবোর্নেই (Melbourne Cricket Ground) তৃতীয় টেস্ট আয়োজন করার চিন্তা ভাবনা ক্রিকেট অস্ট্রেলিয়ার (Cricket Australia)।
সিডনির স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে গোটা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (Cricket Australia) আধিকারিকরা। ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয়ের মধ্যে রাখা হয়েছে যাতে গোটা সিরিজে সুস্থভাবে খেলা সম্ভব হয়। স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তারা। ভারতীয় বোর্ডের (BCCI) কর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের কর্তারাও।
আরও পড়ুন - রাহানেদের পেপ টক দিয়েই অস্ট্রেলিয়া ছাড়লেন Virat Kohli
ভারত-অস্ট্রেলিয়া (Australia vs India) তৃতীয় টেস্টের ভেন্যু বদল হলে তা দ্রুত ঘোষণা করবে ক্রিকেট অস্ট্রেলিয়া, এমনটাই মনে করা হচ্ছে। যদি সিডনিতেই (Sydney Cricket Ground) শেষ পর্যন্ত ভারত-অস্ট্রেলিয়া (Australia vs India) তৃতীয় টেস্ট হয়, তাহলে তা হতে পারে দর্শকশূন্য স্টেডিয়ামে। ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্ন (Melbourne Cricket Ground) ক্রিকেট গ্রাউন্ডে শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্ট।
আরও পড়ুন - ‘দিয়েগোর মৃত্যু এক ধরনের আত্মহত্যাই’; বিস্ফোরক দাবি Maradona’র প্রাক্তন চিকিত্সকের