কাল হচ্ছে না আই লিগের ডার্বি; ৩১ মার্চ পর্যন্ত লিগের সব ম্যাচ স্থগিত রাখল AIFF
প্রাথমিকভাবে ফেডারেশন দর্শকশূন্য স্টেডিয়ামে আই লিগের ম্যাচ করার কথা ভেবেছিল।
নিজস্ব প্রতিবেদন : করোনার জেরে জেরবার ভারতীয় ফুটবল। ভাইরাস ভীতি জাঁকিয়ে বসেছে মাঠে-ময়দানে। উদ্বেগজনক পরিস্থিতিতে ৩১ মার্চ পর্যন্ত আই লিগের সব ম্যাচ স্থগিত রাখল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। যার অর্থ আগামিকাল অর্থাত্ ১৫ মার্চ হচ্ছে না আই লিগের ফিরতি ডার্বি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ মেনে ডার্বি সহ আই লিগের বাকি ম্যাচগুলো পিছনোর সিদ্ধান্ত নিল এআইএফএফ। শুধু আই লিগই নয়,বন্ধ থাকছে দ্বিতীয় ডিভিসন আই লিগের ম্যাচও। খেলা হবে না ইউথ লিগের ম্যাচ আর গোল্ডেন বেবি লিগের ম্যাচও। ফলে এককথায় বলা চলে, মার্চের শেষ পর্যন্ত সমস্তরকম ফুটবল বন্ধ রাখছে এআইএফএফ।
AIFF Statement
Read more https://t.co/G4mR7690y9#HeroILeague #IndianFootball #LeagueForAll pic.twitter.com/8KNiu75mec
— Indian Football Team (@IndianFootball) March 14, 2020
প্রাথমিকভাবে ফেডারেশন দর্শকশূন্য স্টেডিয়ামে আই লিগের ম্যাচ করার কথা ভেবেছিল। কিন্তু শুক্রবার ক্লাব কর্তাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মার্চের শেষ পর্যন্ত ম্যাচ পিছিয়ে দেওয়ার অনুরোধ করেন। মুখ্যমন্ত্রীর অনুরোধ নিয়ে AIFF সভাপতি প্রফুল্ল প্যাটেলের সঙ্গে কথা বলেন ফেডারেশন কর্তারা। দেশের বর্তমান পরিস্থিতিতে ম্যাচ বন্ধ রাখাকেই শ্রেয় মনে করেন তাঁরা। মার্চের শেষে পরিস্থিতি বিচার করে পরবর্তী সিদ্ধান্ত নেবে ফেডারেশন। রবিবার থেকে ভারতে কিছুদিনের জন্য বন্ধ হতে চলেছে ফুটবল।
আরও পড়ুন - করোনার থাবা এবার ঘরোয়া ক্রিকেটে, সব টুর্নামেন্ট বন্ধ রাখার সিদ্ধান্ত BCCI-এর