Copa America: পেনাল্টি শুটআউটে Columbia কে হারিয়ে় ফাইনালে Brazil এর মুখোমুখি Argentina
নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ থাকে
নিজস্ব প্রতিবেদন: ফুটবলের মহানিশি উদযাপন সফল হল। কোপার ফাইনালে (copa america) নেইমারদেরই পাচ্ছে মেসিরা। সেমিফাইনালে পেনাল্টি শুট-আউটে ৩-২ গোলে কলম্বিয়াকে (Columbia) হারিয়ে জয়ী আর্জেন্টিনা (Argentina)। নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ থাকায় পেনাল্টিতে গড়ায় ম্যাচ। যদিও টাইব্রেকারে বাজিমাত করে মেসি বাহিনী।
¡FINAL DEL PARTIDO! @Argentina venció 3-2 en los penales a @FCFSeleccionCol tras el 1-1 en los 90 minutos y avanzó a la Final de la CONMEBOL #CopaAmérica
Argentina Colombia#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/Qw1xhr6O4O
— Copa América (@CopaAmerica) July 7, 2021
প্রথমার্ধের শুরুতেই মার্টিনেজকে দিয়ে গোল করালেন মেসি। ৭ মিনিটের মাথায় মেসির পাস থেকে লাউতারো মার্টিনেজের গোলে ১-০ এগিয়ে যায় আর্জেন্টিনা। পাল্টা চেষ্টা চালাতে থাকে কলম্বিয়া যদিও আখেরে লাভ কিছু হয়নি। ৯ মিনিটের মাথায় কুয়াদ্রাদোর শট বাঁচিয়ে দেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। ২২ মিনিটের মাথায় কুয়াদ্রাদো ফ্রি-কিকে আর্জেন্টিনার বক্সে বল রাখার চেষ্টা করেন। তবে গঞ্জালেজ বল ক্লেয়ার করেন। প্রথমার্ধে ৪ মিনিট সময় সংযোজিত হয়। যদিও হাফ টাইমের আগে ১-০ গোলে এগিয়ে থাকে মেসিরা।
আরও পড়ুন: UEFA Euro 2020: স্পেনকে হারিয়ে ফাইনালে ইতালি
দ্বিতীয়ার্ধে বোরে, তেসিলো ও কুয়েলারকে বসিয়ে কারদোনা, ফাব্রা ও চারাকে মাঠে নামায় কলম্বিয়া। এদিকে মলিনাকে বসিয়ে মন্তিয়েলকে মাঠে নামায় আর্জেন্টিনা। ৫৭ মিনিটে মেসির ফ্রি-কিক মাঠের বাইরে চলে যায়। ৬১ মিনিটে কারদোনার পাস থেকে গোল করেন ডায়াজ। ম্যাচে ১-১ সমতা ফেরায় কলম্বিয়া। এরপর মেসি গোল করার চেষ্টা করলেও ব্যর্থ হন। দ্বিতীয়ার্ধ শেষে ম্যাচে টাই হলে পেনাল্টি শুটআউটে গড়ায় ম্যাচ। সেখানেই বাজিমাত মেসি ব্রিগেডের। ৩-২ গোলে কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে খেতাবি লড়াইয়ে নেইমারদেরই পাবে মেসিরা।
আরও পড়ুন: বায়োপিকে Pinki Pramanik, গল্প শোনাবেন Ashoke Pandit, কী প্রতিক্রিয়া অ্যাথলিটের?
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)