ভেনেজুয়েলার হারে সুবিধা পেল ব্রাজিল, কঠিন হল কলম্বিয়া-পেরুর লড়াই
ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার গ্রুপ 'সি'র লড়াই আরও জমিয়ে দিল পেরু।
ব্যুরো: ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার গ্রুপ 'সি'র লড়াই আরও জমিয়ে দিল পেরু।
ব্রাজিলের কাছে শেষ মুহূর্তের গোলে হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফিরল গাসেকা ব্রিগেড। একমাত্র গোলটি করে পেরুকে জেতালেন দলের সবচেয়ে অভিজ্ঞ স্ট্রাইকার ক্লাডিও পিজারো। ম্যাচের ৭২ মিনিটে পিজারোর গোলটাই দুদলের মধ্যে প্রার্থক্য গড়ে দেয়। কলম্বিয়াকে প্রথম ম্যাচে হারালেও পেরুর কাছে অপ্রত্যাশিত ভাবে হেরে ধাক্কা খেল ভেনেজুয়েলা। ম্যাচের প্রথমার্ধে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ভেনেজুয়েলার ফার্নান্ডো আমোরেবেতা। এক ঘন্টা ১০ জনে খেলে পেরুকে আটকাতে পারল না ভেনেজুয়েলা। এর ফলে গ্রুপ সির চারটি দল ব্রাজিল, কলম্বিয়া, পেরু ও ভেনেজুয়েলা সবাই তিন পয়েন্টে দাঁড়িয়ে দুটো করে ম্যাচ খেলে। গ্রুপের শেষ ম্যাচে ব্রাজিলের সামনে ভেনেজুয়েলা। অন্যদিকে কলম্বিয়ার মুখোমুখি হবে পেরু। শুক্রবারের ম্যাচে ভেনেজুয়েলা হেরে যাওয়ায় সুবিধা হল ব্রাজিলের।