লাঞ্চের আগে পর্যন্ত ধোনির চাপে কুক কোনঠাসা
দ্বিতীয় দিনের শুরুটা যেভাবে হয়েছিল, তাতে একটু হলেও ফের ভাঁজ দেখা গেল ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কপালে। তাঁর গেম প্ল্যানে জাদেজা ও পীযুষ চাওলা কাল বাজিমাত করায় ইংল্যান্ড কিছুটা ব্যাকফুটে ছিল। কিন্তু দ্বিতীয় দিনে চা-পানের আগের পর্যন্ত প্রায়র ও জো রুট ১০৩ রানের পার্টনারসিপ দিয়ে লড়াইয়ে ফিরিয়ে আনে ইংল্যান্ডকে।
ইংল্যান্ড- ২৭৭/৭
জো রুট- ৬৫
গ্রেম সয়ান- ১৯
দ্বিতীয় দিনের শুরুটা যেভাবে হয়েছিল, তাতে একটু হলেও ফের ভাঁজ দেখা গেল ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কপালে। তাঁর গেম প্ল্যানে জাদেজা ও পীযুষ চাওলা কাল বাজিমাত করায় ইংল্যান্ড কিছুটা ব্যাকফুটে ছিল। কিন্তু দ্বিতীয় দিনে চা-পানের আগের পর্যন্ত প্রায়র ও জো রুট ১০৩ রানের পার্টনারসিপ দিয়ে লড়াইয়ে ফিরিয়ে আনে ইংল্যান্ডকে।
অশ্বিনের বলে ম্যাট প্রায়র ৫৭ রানে বোল্ড হন। প্রায়র আউট হতেই সুতো আলগা হতে থাকে। ব্রেসনান পরের ওভারেই ইশান্ত শর্মার বলে শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে যান। তবে জো রুট বোধহয় তাঁর জীবনের সেরা ইনিংসটা কুকবাহিনীর বিপদের সময়ই উপহার দিতে চলেছে। ছয় নম্বরে নেমে চা-পানের বিরতির আগে পর্যন্ত ৬৫ রানে অপরাজিত রয়েছেন। রুটের সঙ্গে ১৯ রানে ক্রিজে রয়েছেন গ্রেম সয়ান। লাঞ্চের আগে ইংল্যান্ডের দলগত রান ৭ উইকেটে ২৭৭।