রাশিয়া বিশ্বকাপের মেগা ফাইনালের আগে বিতর্ক
রাশিয়া বিশ্বকাপের মেগা ফাইনালের আগে বিতর্ক। ফাইনাল ম্যাচের সম্প্রসারণের সময় নিয়ে আপত্তি তুলেছে বেশ কিছু ব্রডকাস্টার। ফিফাকে মেগা ফাইনাল পিছিয়ে দেওয়ারও আবেদন করেছে তারা। ফিফা অবশ্য তাদের সিদ্ধান্তে অনড়।
ওয়েব ডেস্ক : রাশিয়া বিশ্বকাপের মেগা ফাইনালের আগে বিতর্ক। ফাইনাল ম্যাচের সম্প্রসারণের সময় নিয়ে আপত্তি তুলেছে বেশ কিছু ব্রডকাস্টার। ফিফাকে মেগা ফাইনাল পিছিয়ে দেওয়ারও আবেদন করেছে তারা। ফিফা অবশ্য তাদের সিদ্ধান্তে অনড়।
আরও পড়ুন- ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দলে কামব্যাক করলেন ক্রিস গেইল
রাশিয়া বিশ্বকাপের ফাইনাল ম্যাচ নিয়ে অদ্ভুত সমস্যায় বিশ্বফুটবলের সর্বময় সংস্থা ফিফা। পরের বছর পনেরোই জুলাই স্থানীয় সময় বিকেল ছটায় মেগা ম্যাচের কিক অফ হওয়ার কথা। আর তা নিয়েই আপত্তি তুলেছে বেশ কিছু ব্রডকাস্টার। আসলে উইম্বলডনে পুরুষদের সিঙ্গলস ফাইনালও সেই সময় হওয়ার কথা। সূচি বলছে পনেরোই জুলাই ইংল্যান্ডের সময়ে দুপুর দুটোয় শুরু হবে উইম্বলডনের ফাইনাল। তাই রাশিয়ায় বিশ্বকাপের ফাইনালের কিক অফ যখন হবে,তখন কার্যত ক্লাইম্যাক্সে পৌছবে টেনিসের মেগা ম্যাচ। আর তা নিয়েই আপত্তি জানিয়ে ফিফার দ্বারস্থ হয়েছ ব্রডকাস্টার-রা। তাদের প্রশ্ন রাশিয়ায় সেমিফাইনাল ম্যাচগুলোর কিকঅফ যখন স্থানীয় সময়ে রাত নটায় হচ্ছে,তখন ফাইনাল এত তাড়াতাড়ি করার যৌক্তিকতা কোথায়? ফিফাকে মেগা ফাইনাল পিছিয়ে দেওয়ারও আবেদন করেছে তারা। ফিফা অবশ্য তাদের সিদ্ধান্তে অনড়। বিশ্বফুটবলের সর্বময় সংস্থার বক্তব্য বিশ্বের ফুটবল দর্শকের কথা মাথায় রেখেই মস্কোর স্থানীয় সময়ে ছটার সময়ে মেগা ফাইনালের কিক অফ টাইম ঠিক করা হয়েছে।