I LEAGUE 2019-20: গোয়া থেকে ৩ পয়েন্ট আনতে মরিয়া ইস্টবেঙ্গল
নিজের দল নিয়েও আত্মবিশ্বাসী স্প্যানিশ কোচ।
নিজস্ব প্রতিবেদন : নতুন বছরের শুরুতেই আই লিগে ইস্টবেঙ্গলের সামনে চার্চিল ব্রাদার্স। লাল-হলুদ কোচ আলেসান্দ্রো ভালো মতোই জানেন, গোয়া থেকে তিন পয়েন্ট আনতে পারলে লিগে অনেকটাই ভালো জায়গায় থাকবে তাঁর দল।
শনিবার প্লাজা, সিসেদের দৌড় থামাতে ব্লকারে বড় চেহারার কাসিমই ভরসা আলেসান্দ্রোর। ডিকা ফেরায় সেট পিসে বাড়তি অস্ত্রও যোগ হয়েছে। হুয়ান মেরা, কোলাডো তো সঙ্গে রয়েছেন। গত শনিবারই অ্যারোজের কাছে হেরেছে চার্চিল। প্রিমাস, আবু বাকারদের ভুলভ্রান্তি নোটবুকে তুলে রেখেছেন আলেসান্দ্রো। নিজের দল নিয়েও আত্মবিশ্বাসী স্প্যানিশ কোচ। শুক্রবার সকালে ক্লোজড-ডোর অনুশীলন করে গোয়া রওনা দেয় লাল-হলুদ ব্রিগেড।
.@Churchill_Goa look to bounce against undefeated @eastbengalfc
Read more https://t.co/Xa7FBLbFAl#HeroILeague #IndianFootball #LeagueForAll #CBQEB pic.twitter.com/EJ95AMbD9E
— Hero I-League (@ILeagueOfficial) January 3, 2020
প্লাজা-সিসেদের আক্রমনাত্মক ফুটবল থামাতে অ্যাটাকিং স্ট্র্যাটেজি দিয়েই বাজিমাত করতে চাইছেন স্প্যানিশ কোচ। লিগ তালিকার শীর্ষে থেকে বছর শেষ করেছিল লাল-হলুদ। গোয়ায় জিতে লিগ তালিকার ওপরে থেকেই শহরে ফিরতে মরিয়া আলেসান্দ্রো ব্রিগেড।
আরও পড়ুন - ম্যাচ চলাকালীন টুকলি! মোরিনহোকে 'কানমোলা' দিলেন রেফারি