সুভাষের বাজিমাত, রন্টিকে হারালেন বেটো
চলতি মরসুমে চার্চিল টিডি হিসাবে কলকাতায় প্রথম ম্যাচেই বাজিমাত করলেন সুভাষ ভৌমিক। যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রয়াগকে ২-১ গোলে হারিয়ে তিন পয়েন্ট নিয়ে গেল সুভাষ ভোমিকের চার্চিল ব্রাদার্স। কার্লোস হার্নান্ডেজের ছাড়া মাঠে নামার খেসারত দিতে হল প্রয়াগ ইউনাইটেডকে। ৮ ম্যাচে ১৮ পয়েন্টে পেয় চার্চিল ব্রাদার্স লিগ তালিকায় দু নম্বরে চলে এল। অন্যদিকে শেষ দুটো ম্যাচে পাঁচ পয়েন্ট নষ্ট করে চ্যাম্পিয়নশিপের দৌড়ে বেশ খানিকটা পিছিয়ে পড়ল এলকোর প্রয়াগ।
চার্চিল ব্রাদার্স (২) প্রয়াগ ইউনাইটেড (১)
চলতি মরসুমে চার্চিল টিডি হিসাবে কলকাতায় প্রথম ম্যাচেই বাজিমাত করলেন সুভাষ ভৌমিক। যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রয়াগকে ২-১ গোলে হারিয়ে তিন পয়েন্ট নিয়ে গেল সুভাষ ভোমিকের চার্চিল ব্রাদার্স। কার্লোস হার্নান্ডেজের ছাড়া মাঠে নামার খেসারত দিতে হল প্রয়াগ ইউনাইটেডকে। ৮ ম্যাচে ১৮ পয়েন্টে পেয় চার্চিল ব্রাদার্স লিগ তালিকায় দু নম্বরে চলে এল। অন্যদিকে শেষ দুটো ম্যাচে পাঁচ পয়েন্ট নষ্ট করে চ্যাম্পিয়নশিপের দৌড়ে বেশ খানিকটা পিছিয়ে পড়ল এলকোর প্রয়াগ।
বেটো- র্যান্টির মত লড়াইটা ছিল দুই বিদগ্ধ কোচের স্ট্র্যাটেজিরও। সেখানেও বিদেশি এলকোকে টেক্কা দিয়ে গেলেন স্বদেশি সুভাষ ভৌমিক। প্রথম একাদশের বেশ কয়েকজনকে ছাড়াই দল নামাতে হয়েছিল ডাচ কোচ এলকো-কে। কোস্টারিকান বিশ্বকাপার হার্নান্ডেজ না থাকায় চার্চিল মাঝমাঠে বাড়তি সুবিধা পান ব্রাজিলিয়ান মিডফিল্ডার বেটো। প্রথমার্ধের মাঝামাঝি চার্চিলকে এগিয়ে দেন ইজরায়েল গুরুং। প্রয়াগের তারকা স্ট্রাইকার র্যান্টি মার্টিনসকে কড়া ম্যাক মার্কিংয়ে রেখেছিলেন বিলাল। তাই গোটা ম্যাচে সেভাবে খুঁজে পাওয়া যায়নি আই লিগের সর্বোচ্চ গোলদাতাকে।
দ্বিতীয়ার্ধের মাঝামাঝি দুরন্ত শটে চার্চিলের হয়ে ব্যবধান বাড়ান বিক্রমজিত সিং। খেলার শেষপর্বে লালকার্ড দেখে বেটো মাঠ ছাড়ার পর বেলো রজ্জাকের গোলে সমতা ফেরায় প্রয়াগ। শেষদিকে মরিয়া হয়ে ঝাঁপালেও সমতা ফেরাতে পারেনি প্রয়াগ ইউনাইটেড।