Tokyo Olympics 2020: হেরে গেলেন Chirag Shetty ও Satwiksairaj Rankireddy

তৃতীয় রাউন্ডে উঠতে পারলে না ভারতের পুরুষ ডাবলস জুটি!

Updated By: Jul 26, 2021, 12:00 PM IST
Tokyo Olympics 2020: হেরে গেলেন Chirag Shetty ও Satwiksairaj Rankireddy

নিজস্ব প্রতিবেদন: টোকিও অলিম্পিক্সের (Tokyo Olympics 2020) ব্যাডমিন্টন ডাবলসের দ্বিতীয় রাউন্ডে উঠেই হারলেন ভারতের চিরাগ শেট্টি (Chirag Shetty) ও স্বাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডির(Satwiksairaj Rankireddy) জুটি।

আরও পড়ুন: Tokyo Olympics 2020: দক্ষিণ কোরিয়ার কাছে হেরেই বিদায় ভারতের তীরন্দাজির পুরুষ দলের

সোমবার তাঁদের প্রতিপক্ষ ছিল বিশ্বের এক নম্বর জুটি ইন্দোনেশিয়ার মার্কাস ফেরনালডি ও কেভিন সঞ্জয়া। মাত্র ৩২ মিনিটের মধ্যে দুই ইন্দোনেশিয়ান ম্যাচ বার করে নেয়। তাঁদের পক্ষে ফল ১৩-২১, ১২-২১। চিরাগ-স্বাত্ত্বিকসাইরাজ এই নিয়ে ন'বারের এই ইন্দোনেশিয়ান জুটির বিরুদ্ধে খেলল। প্রতিবারই হেরেছে ভারত। গ্রুপ 'এ' র ম্যাচে কার্যত ছন্নছাড়া দেখিয়েছে চিরাগ-স্বাত্ত্বিকসাইরাজদের। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.