Cheteshwar Pujara : বাইশ গজে রুদ্র মেজাজে পূজারা, ভিডিয়ো ভাইরাল

Cheteshwar Pujara : ৩১১ রান তাড়া করতে নেমে মোটামুটি শুরু করে সাসেক্স। হ্যারিসন ওয়ার্ড দ্রুত আউট হয়ে গেলেও টম ক্লার্কের সঙ্গে আলি ওর সাসেক্সের ইনিংস টানতে থাকেন। ক্লার্ক আউট হওয়ার পর ক্রিজে আসেন পূজারা। দু'জনে তৃতীয় উইকেটে ৬০ রান যোগ করেন। আলি আউট হওয়ার পরে পূজারার সঙ্গ দিতে পারেননি কেউ। তবে সাসেক্সকে লড়াইয়ে রাখেন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার।  

Updated By: Aug 13, 2022, 02:53 PM IST
Cheteshwar Pujara : বাইশ গজে রুদ্র মেজাজে পূজারা, ভিডিয়ো ভাইরাল
ওয়ারউইকশায়ারের বিরুদ্ধে মারমুখী মেজাজে চেতেশ্বর পূজারা। ছবি: টুইটার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জাতীয় টি-টোয়েন্টি ও একদিনের দলে তাঁকে সুযোগ দেওয়া হয় না। আইপিএল (IPL) জগতে তিনি ব্রাত্য। তিনি এক ও অদ্বিতীয় চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। এক ওভারে ২২ রান। ৫০ রান থেকে ১০০ রানে পৌঁছাতে লাগল মাত্র ২২ বল। রয়্যাল লন্ডন কাপে (Royal Londan Cup) একেবারে বিধ্বংসী ব্যাটিং করলেন পূজারা। সাসেক্সের (Sussex) অধিনায়ক বাইশ গজের যুদ্ধে একেবারে রুদ্র মেজাজে ধরা দিলেন। যদিও তাঁর দল ৪ রানে হেরে গেল। পূজারা মারমুখী মেজাজে ৭৯ বলে ১০৭ রান করলেও, জিতে মাঠ ছাড়ল ওয়ারউইকশায়ার (Warwickshire)। 

বার্মিংহ্য়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়ারউইকশায়ার। শতরান করেন ওপেনার রব ইয়েটস। ১১১ বলে ১১৪ রান করেন তিনি। শেষ পর্যন্ত অধিনায়ক উইল রোডসের ৭০ বলে ৭৬ রান এবং মাইকেল বার্জেসের ৫১ বলে ৫৮ রানের সৌজন্যে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩১০ রান তোলে ওয়ারউইকশায়ার। তবে ব্যাট হাতে ব্যর্থ হন ক্রুণাল পান্ডিয়া। তিনি খালি হাতে ফিরে যান। 

আরও পড়ুন: Team India, ZIM vs IND : কেএল রাহুলের নেতৃত্বে শিখর ধাওয়ান, ভিভিএস লক্ষ্মণের সঙ্গে উড়ে গেল ভারতীয় দল

আরও পড়ুন: Dhoni, BCCI: অনুমতি নেই ভারতীয় ক্রিকেট বোর্ডের! পারবেন না ধোনি এই কাজ করতে

৩১১ রান তাড়া করতে নেমে মোটামুটি শুরু করে সাসেক্স। হ্যারিসন ওয়ার্ড দ্রুত আউট হয়ে গেলেও টম ক্লার্কের সঙ্গে আলি ওর সাসেক্সের ইনিংস টানতে থাকেন। ক্লার্ক আউট হওয়ার পর ক্রিজে আসেন পূজারা। দু'জনে তৃতীয় উইকেটে ৬০ রান যোগ করেন। আলি আউট হওয়ার পরে পূজারার সঙ্গ দিতে পারেননি কেউ। তবে সাসেক্সকে লড়াইয়ে রাখেন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার।  

তাঁর বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য শেষ ১০ ওভারে সাসেক্সের জয়ের জন্য দরকার ছিল ১০২ রান। ৫০ রান থেকে ১০০ রানে পৌঁছাতে নেন মাত্র ২২ রান। ৪৫ তম ওভারে ২২ রান (৪,২,৪,২,৬,৪) নেন পূজারা। পূজারার সেই মারমুখী ব্যাটিং সোশ্যাল মিডিয়ার সৌজন্যে এই মুহূর্তে ভাইরাল। তাঁর মারের জন্যই শেষ দুই ওভারে জয়ের জন্য সাসেক্সের মাত্র ২০ রান দরকার ছিল। কিন্তু ৪৯ তম ওভারের প্রথম বলেই পূজারা আউট হয়ে যান। ৭৯ বলে ১০৭ রানের ইনিংসে মারলেন সাতটি চার এবং দুটি ছক্কা। তবে তিনি আউট হতেই সাসেক্সের যাবতীয় আশা শেষ হয়ে যায়। ফলে ৭ উইকেটে ৩০৬ রানে আটকে যায় সাসেক্স। ব্যাটে রান না পেলেও ১০ ওভারে ৫০ রানে তিন উইকেট নেন ক্রুণাল।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.