চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে বার্সা বনাম বার্য়ান, রিয়াল বনাম বরুশিয়া

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে লড়াই স্পেন বনাম জার্মানির। বার্সেলোনা মুখোমুখি বায়ার্ন মিউনিখের। রিয়াল মাদ্রিদ খেলবে বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে। শুক্রবার থেকেই চ্যাম্পিয়ন্স লিগের মেগা ফাইনালে এল ক্লাসিকোর সম্ভাবনা দেখছেন ফুটবলপ্রেমীরা। মেগা সেমিফাইনালে দুই স্প্যানিশ দলের সামনে জার্মানির দুই সেরা দল। প্রথম সেমিফাইনালে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার মুখোমুখি হবে বুন্দেশলিগা খেতাব জেতা বায়ার্ন মিউনিখ।

Updated By: Apr 12, 2013, 09:31 PM IST

ক্রীড়াসূচি (চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল)
বার্সেলোনা বনাম বায়ার্ন
রিয়াল মাদ্রিদ বনাম বরুশিয়া ডর্টমুন্ড
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে লড়াই স্পেন বনাম জার্মানির। বার্সেলোনা মুখোমুখি বায়ার্ন মিউনিখের। রিয়াল মাদ্রিদ খেলবে বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে। শুক্রবার থেকেই চ্যাম্পিয়ন্স লিগের মেগা ফাইনালে এল ক্লাসিকোর সম্ভাবনা দেখছেন ফুটবলপ্রেমীরা। মেগা সেমিফাইনালে দুই স্প্যানিশ দলের সামনে জার্মানির দুই সেরা দল। প্রথম সেমিফাইনালে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার মুখোমুখি হবে বুন্দেশলিগা খেতাব জেতা বায়ার্ন মিউনিখ।
অপর সেমিফাইনালে রোনাল্ডোর রিয়াল মাদ্রিদের সামনে বোরুশিয়া ডর্টমুন্ড। ২০০৯ সালে ক্যাম্প ন্যু-তে মেসিদের কাছে চার গোলে হারতে হয়েছিল বায়ার্নকে। সেই হারের বদলা নেওয়ার হাতছানি টমাস মুলারদের সামনে। ইতিহাস বলছে চ্যাম্পিয়ন্স লিগে এই দুই দলের মধ্যে ছয়বারের সাক্ষাতে মাত্র একবার হেরেছে বায়ার্ন। তাই মেগা সেমিফাইনালে মেসিদের সামনে যে কড়া চ্যালেঞ্জ অপেক্ষা করছে তা বলাই বাহুল্য।
অপর সেমিফাইনালে রোনাল্ডোদের সামনে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ বোরুশিয়া। সেমিফাইনালের প্রথম পর্বের ম্যাচ হবে ২৩ আর ২৪ এপ্রিল। ফিরতি লেগের ম্যাচ হবে ৩০ এপ্রিল আর পয়লা মে। ওয়েম্বলিতে ২৫ মে হবে চ্যাম্পিয়ন্স লিগের মেগা ফাইনাল।

.