চ্যাম্পিয়ন্স লিগে বড় জয় পেল রিয়াল মাদ্রিদ, ম্যাঞ্চেস্টার সিটি

দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে হ্যাটট্রিক পূর্ণ করেন ২১ বছর বয়সী ব্রাজিলিয় স্ট্রাইকার জেসাস।

Updated By: Nov 8, 2018, 08:36 AM IST
চ্যাম্পিয়ন্স লিগে বড় জয় পেল রিয়াল মাদ্রিদ, ম্যাঞ্চেস্টার সিটি

নিজস্ব প্রতিবেদন : গ্যাব্রিয়েল জেসাসের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লিগে ম্যাঞ্চেস্টার সিটির রেকর্ড জয়। করিম বেঞ্জেমার জোড়া গোলে বড় ব্যবধানে ভিক্টোরিয়া প্লাজেনকে হারাল রিয়াল মাদ্রিদ। রবার্ট লেওয়ানডস্কির জোড়া গোলে চ্যাম্পিয়ন্স লিগে প্রায় শেষ ষোলোর পথে বায়ার্ন মিউনিখ।

আরও পড়ুন - চ্যাম্পিয়ন্স লিগে দুরন্ত গোল রোনাল্ডোর, ম্যাচ জিতল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

ইত্তিহাদ স্টেডিয়ামে বুধবার এফ-গ্রুপের ম্যাচে শাখতার দানেস্কের বিরুদ্ধে ১৩ মিনিটেই ম্যাঞ্চেস্টার সিটিকে এগিয়ে দেন দাভিদ সিলভা। ২৪ মিনিটে স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন জেসাস। দ্বিতীয়ার্ধে ৪৮ মিনিটে একক দক্ষতায় স্কোরলাইন ৩-০ করেন রহিম স্টার্লিং। ৭২ মিনিটে আবারও স্পট কিকে ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করেন জেসাস। ৮৪ মিনিটে গুনদোয়ানের উঁচু বাড়ানো বল ধরে কোনাকুনি শটে দলের পঞ্চম গোলটি করেন সিটির আলজেরিয়ার মিডফিল্ডার মাহরেজ। আর দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে হ্যাটট্রিক পূর্ণ করেন ২১ বছর বয়সী ব্রাজিলিয় স্ট্রাইকার জেসাস। ঘরের মাঠে ৬-০ গোলে ইউক্রেনের দলটিকে হারাল সিটি। প্রথম লেগে ৩-০ গোলে জিতেছিল গুয়ার্দিয়ালার দল। চারটি ম্যাচের তিনটিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে এফ-গ্রুপের শীর্ষে আছে ম্যাঞ্চেস্টার সিটি।

এদিকে হুলেন লোপেতেগির বিদায়ের পর অন্তর্বর্তীকালীন কোচ স্যান্তিয়াগো সোলারির অধীনে কোপা দেল রে ও লা লিগাতে জয়ের পর চ্যাম্পিয়ন্স লিগেও জয়ের দেখা পেল রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগে জি-গ্রুপের ম্যাচে ভিক্টোরিয়া প্লাজেনের মাঠে ৫-০ গোলে জিতল রিয়াল। ম্যাচের ২০ মিনিটেই সুযোগ কাজে লাগিয়ে রিয়ালকে এগিয়ে দেন করিম বেঞ্জেমা। দু মিনিট পরেই টনি ক্রুসের কর্নার থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন কাসেমিরো। ৩৭ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন বেঞ্জেমা। আর ৪০ মিনিটে গ্যারেথ বেলের গোলে বিরতিতেই ৪-০ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। আর দ্বিতীয়ার্ধে ৬৭ মিনিটে স্কোরলাইন ৫-০ করেন টনি ক্রুস। চ্যাম্পিয়ন্স লিগের চারটি ম্যাচের তিনটিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে জি- গ্রুপের শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ।

অন্যদিকে বুধবার আলিয়াঞ্জ অ্যারেনায় ই-গ্রুপের ম্যাচে এইকে অ্যাথেন্সের বিরুদ্ধে রবার্ট লেওয়ানডস্কির জোড়া গোলে ২-০ ব্যবধানে জেতে বায়ার্ন মিউনিখ।চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ই-গ্রুপের শীর্ষে থাকা জার্মান দলটির শেষ ষোলো প্রায় নিশ্চিত।

 

.