সবরকম ক্রিকেট থেকে নির্বাসিত করা হল চামারা সিলভাকে

Updated By: Sep 17, 2017, 11:12 PM IST
সবরকম ক্রিকেট থেকে নির্বাসিত করা হল চামারা সিলভাকে

ওয়েব ডেস্ক: সবরকম ক্রিকেট থেকে নির্বাসিত করা হল প্রাক্তন শ্রীলঙ্কা ক্রিকেটার চামারা সিলভাকে। প্রথম শ্রেণীর ম্যাচে গড়াপেটা করার জন্য তাঁকে ব্যান করল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এবছর জানুয়ারি মাসে পানাডুরা ক্রিকেট ক্লাব এবং কালুতারা ফিজিক্যাল কালচার ক্লাবের ম্যাচে গড়াপেটা হয়েছিল বলে অভিযোগ শ্রীলঙ্কা পোর্ট অথরিটির। সেই সময় প্রাক্তন শ্রীলঙ্কার অধিনায়ক অর্জুন রণতুঙ্গা পোর্ট অথরিটির প্রধান ছিলেন।

আরও পড়ুন চেন্নাইতে সেঞ্চুরি না করেও সেঞ্চুরি পেলেন ধোনি!

তাঁর অভিযোগের ভিত্তিতে সাতমাসের তদন্তের পর পানাড়ুরার অধিনায়ক চামারা সিলভাকে দোষী সাব্যস্ত করে নির্বাসিত করা হয়। শুধু চামারা সিলভাই নন দু'দলের কোচ এবং ক্রিকেটারদেরও একবছরের জন্য নির্বাসিত করা হয়েছে। দুই ক্লাবকে পাঁচ লক্ষ টাকা জরিমানাও দিতে হবে। শ্রীলঙ্কার হয়ে এগারো টেস্ট এবং পঁচাত্তরটি একদিনের ম্যাচ খেলেছিলেন সিলভা।

আরও পড়ুন ধোনি, পাণ্ডিয়া, চাহালের দাপটে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দুর্দান্ত জয় ভারতের

.