পাঁচ বছর পর স্প্যানিশ লা লিগা জিততে রিয়াল মাদ্রিদের দরকার আর মাত্র এক পয়েন্ট

পাঁচ বছর পর স্প্যানিশ লা লিগা জিততে রিয়াল মাদ্রিদের দরকার আর মাত্র এক পয়েন্ট। রবিবার ম্যারাথন লিগের শেষ ম্যাচে ড্র করতে পারলেই স্পেনের সেরা হবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। বুধবার রাতে অ্যাওয়ে ম্যাচে সেল্টা ভিগোকে চার-এক গোলে হারিয়ে খেতাবের কাছাকাছি পৌছে গেল জিদানের দল। জোড়া গোল করে রিয়ালের জয়ের নায়ক সেই ক্রিশ্চিয়ারো রোনাল্ডো।

Updated By: May 19, 2017, 09:03 AM IST
পাঁচ বছর পর স্প্যানিশ লা লিগা জিততে রিয়াল মাদ্রিদের দরকার আর মাত্র এক পয়েন্ট

ওয়েব ডেস্ক : পাঁচ বছর পর স্প্যানিশ লা লিগা জিততে রিয়াল মাদ্রিদের দরকার আর মাত্র এক পয়েন্ট। রবিবার ম্যারাথন লিগের শেষ ম্যাচে ড্র করতে পারলেই স্পেনের সেরা হবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। বুধবার রাতে অ্যাওয়ে ম্যাচে সেল্টা ভিগোকে চার-এক গোলে হারিয়ে খেতাবের কাছাকাছি পৌছে গেল জিদানের দল। জোড়া গোল করে রিয়ালের জয়ের নায়ক সেই ক্রিশ্চিয়ারো রোনাল্ডো।

আরও পড়ুন আইসিসি-র টেস্ট ক্রমতালিকায় শীর্ষ স্থান ধরে রাখল ভারত

ম্যাচের দুই অর্ধে দুটো গোল করেন সিআর সেভেন। একটা সময় দুই-শূন্য গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল। তারপর একটা গোল শোধ করে  সেল্টা। চাপের মুখে রিয়ালের তৃতীয় গোলটা বেনজেমার। শেষদিকে ক্রুজের গোলে জয় নিশ্চিত হয়। বার্সেলোনার থেকে তিন পয়েন্টে এগিয়ে গেল রিয়াল। যুযুধান দুপক্ষের বাকি আর মাত্র একটা করে ম্যাচ।

আরও পড়ুন  ম্যাঞ্চেষ্টার ইউনাইটেড যেন এখন ড্র ইউনাইটডে পরিণত হয়েছে

.