মুকুটে পালক, বর্ষসেরা ক্রিকেটার হলেন বিরাট কোহলি
পপুলার চয়েস অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল। লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন ফারুক ইঞ্জিনিয়ার।
নিজস্ব প্রতিবেদন : ভারত অধিনায়কের মুকুটে নয়া পালক। CEAT-র বিচারে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন বিরাট কোহলি। ২৯ বছর বয়সী বিরাট গত মরশুমে ধারাবাহিকভাবে দুরন্ত ব্যাটিং করেছেন। তারই পুরস্কার পেলেন চিকু। সোমবার মুম্বইয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অবশ্য হাজির ছিলেন না তিনি। বিরাটের হয়ে এই পুরস্কার নেন রোহিত শর্মা।
Wrapping up with a picture of all the guests! #CEATCricketAwards pic.twitter.com/DLoBwAvkqJ
— CEAT Cricket Rating (@CEAT_CCR) May 28, 2018
বর্ষসেরা ব্যাটসম্যান নির্বাচিত হয়েছেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। নিউ জিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট জিতে নিয়েছেন বর্ষসেরা বোলারের পুরস্কার। টি-টোয়েন্টির বর্ষসেরা বোলারের পুরস্কারের জিতে নিয়েছেন আফগান সেনসেশন রশিদ খান। টি-টোয়েন্টির সেরা ব্যাটসম্যানের পুরস্কার পেলেন কলিন মুনরো (নিউ জিল্যান্ড)।
Congratulations to #UniverseBoss, @henrygayle on winning the Popular Choice Award! #CEATCricketAwards pic.twitter.com/7AI8xy1X18
— CEAT Cricket Rating (@CEAT_CCR) May 28, 2018
মহিলাদের বিশ্বকাপে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হরমনপ্রীত কৌরের করা অপরাজিত ১৭১ রানের সেই ইনিংসটি CEAT-র বিচারে বর্ষসেরা ইনিংস বিবেচিত হয়েছে। ঘরোয়া ক্রিকেটে বর্ষসেরা হলেন মায়াঙ্ক আগরওয়াল। অনুর্ধ্ব ১৯ বর্ষসেরা ক্রিকেটার হলেন শুভমান গিল। পপুলার চয়েস অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল। লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন ফারুক ইঞ্জিনিয়ার।
আরও পড়ুন- পঞ্চায়েত ভোটে বিরাট কোহলি!