লিগ কাপের শেষ ষোলোয় লিভারপুলের সামনে আর্সেনাল, চেলসির প্রতিপক্ষ ম্যান ইউ

ঘরের মাঠ চতুর্থ সারির দল গ্রিম্সবি টাউনকে ৭-১ গোলে হারাল চেলসি।

Updated By: Sep 26, 2019, 10:32 AM IST
লিগ কাপের শেষ ষোলোয় লিভারপুলের সামনে আর্সেনাল, চেলসির প্রতিপক্ষ ম্যান ইউ

নিজস্ব প্রতিবেদন: লিগ কাপের তৃতীয় রাউন্ডে সহজ জয় পেল লিভারপুল এবং চেলসি। টাইব্রেকারে জিতে চতুর্থ রাউন্ডে পৌঁছল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। শেষ ষোলোয় লিভারপুলের সামনে আর্সেনাল, চেলসির প্রতিপক্ষ ম্যান ইউ।

তৃতীয় রাউন্ডে তৃতীয় সারির ক্লাব মিল্টন কেইন্স ডন্সের বিরুদ্ধে ২-০ গোলে জেতে লিভারপুল। প্রতিপক্ষের মাঠে ৪১ মিনিটে জেমস মিলনার এবং ৬৯ মিনিটে ইয়ানা হুভারের গোলে জয় ছিনিয়ে নেয় য়ুর্গেন ক্লপের দল।

 

অন্যদিকে ঘরের মাঠ চতুর্থ সারির দল গ্রিম্সবি টাউনকে ৭-১ গোলে হারাল চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের শুরুতেই তিন মিনিটের ব্যবধানে ২ গোলে এগিয়ে যায় চেলসি। ৪ মিনিটে রস বার্কলির গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মিচি বাতসুয়াই। ২৯ মিনিটে ব্যবধান কমায় গ্রিম্সবি টাউন। ৪৩তম মিনিটে চেলসির স্কোরলাইন ৩-১ করেন পেদ্রো। ৫৬ মিনিটে ব্যবধান আরও বাড়ান কুর্ট জুমা। আর শেষ ১০ মিনিটে মিলনার, বাতসুয়াই, ক্যালাম হাডসন-ওডোই গোল করায় বড় জয় ছিনিয়ে নেয় ব্লুজরা।

আরও পড়ুন - সাসপেন্ড জিম্বাবোয়ের বদলে নতুন বছরের শুরুতেই ভারত সফরে আসছে শ্রীলঙ্কা

ওল্ড ট্র্যাফোর্ডে তৃতীয় সারির দল রোচডেলের সঙ্গে নির্ধারিত সময় ১-১ ড্র করে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে জেতে রেড ডেভিলসরা।

 

.