Sachin Tendulkar vs Virat Kohli: বিরাট কি সচিনের একশো সেঞ্চুরির রেকর্ড কি ভাঙতে পারবেন? চমকে দেওয়া জবাব দিলেন শাস্ত্রী

Sachin Tendulkar vs Virat Kohli: সচিন-বিরাটের মধ্যে কে সেরা? বিগত কয়েক বছর ধরেই বাইশ গজে এই বিতর্ক চলছে। কোহলির ৪৬ তম আন্তর্জাতিক ওয়ানডে শতরানের পর এই আলোচনা আরও জোরাল হয়েছে। এবার এই বিতর্ক থামিয়ে দিলেন রবি শাস্ত্রী। দুরন্ত উত্তর দিলেন তিনি।

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Mar 25, 2023, 01:29 PM IST
Sachin Tendulkar vs Virat Kohli: বিরাট কি সচিনের একশো সেঞ্চুরির রেকর্ড কি ভাঙতে পারবেন? চমকে দেওয়া জবাব দিলেন শাস্ত্রী
সচিন-বিরাটের তুলনা উঠতেই মোক্ষম জবাব দিলেন রবি শাস্ত্রী।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৯৮৯ সালের ১৫ নভেম্বর থেকে ২০১৩ সালের ১৪ নভেম্বর, দীর্ঘ ২৪ বছর ধরে ক্রিকেট দুনিয়াকে তিনি শাসন করেছেন। আর একজন আধুনিক ক্রিকেটে বিপক্ষ বোলারদের সংহারক। প্রথমজন এক ও অদ্বিতীয় সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। আর একজন বিরাট কোহলি (Virat Kohli)। 'গড অফ ক্রিকেট' ১০০টি শতরানের মালিক হলেও, ফিটনেসের শীর্ষে থাকা বিরাট মাত্র ৩৪ বছর বয়সেই ৭৫টি শতরান সেরে ফেলেছেন। স্বভাবতই ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে যে, আদৌ কি 'কিং কোহলি' (King Kohli) আগামী কয়েক বছরের মধ্যে 'মাস্টার ব্লাস্টার'-কে (Mastar Blastar) টপকে যাবেন? এই একই প্রশ্ন রবি শাস্ত্রীকেও (Ravi Shastri) করা হয়েছিল। সবাইকে চমকে দেওয়া জবাব দিলেন টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন কোচ। 

শাস্ত্রী বলেছেন, "ক’জন প্লেয়ার ১০০টা সেঞ্চুরি করেছে? মাত্র একটা। ফলে বিরাট যদি সেই মাইলস্টোন অতিক্রমও করে, তাহলেও সেটা বড় ব্যাপার হবে। আরও ক্রিকেট রয়েছে ওর মধ্যে। এখনও দারুণ ফিট কোহলি। বিরাটের মতো খেলোয়াড় যখন সেঞ্চুরি করতে শুরু করে, তখন একটার পর একটা সেঞ্চুরি আসতেই থাকে। ১৫টি ম্যাচের মধ্যে ৭টি সেঞ্চুরি করছে বিরাট। বিরাট এখনও ৫-৬ বছর ক্রিকেট খেলতে পারবে। তবে একশোটা সেঞ্চুরির মালিক কেবল একজন, এ কল্পনার অতীত। সেই কারণেই বলছি, বিরাট যদি ওর কাছাকাছি পৌঁছতেও পারে, তাহলেও তা বড় ব্যাপার হবে।" 

আরও পড়ুন: Rishabh Pant Injury Update: প্ল্যাস্টিক সার্জারির পর 'নতুন' ঋষভ! কেমন দেখতে লাগছে তারকাকে? দেখে নিন

আরও পড়ুন: Mahendra Singh Dhoni, IPL 2023: ধোনিকেই বল করছেন ধোনি! সিএসকে-র অদ্ভুত ভিডিয়োতে তোলপাড় নেটপাড়া

একটি অনুষ্ঠানে সচিন ও বিরাটের মধ্যে তুলনা করা হলে, শাস্ত্রী ফের যোগ করেন, "এই ক্রিকেট দুনিয়ার শীর্ষে যদি একজন ব্যাটার থাকে, তাহলে সে হল সচিন তেন্ডুলকর। এটা কিন্তু আমার বক্তব্য নয়। সবাই এটা মেনে নিয়েছে। যদি আমরা ক্রিকেটের ব্যাকরণ মেনে কপিবুক শটের কথা বলি, তাহলে সবার আগে সচিনের নামই আসবে। মানলাম বিরাট কোহলি আধুনিক ক্রিকেটের লেজেন্ড, তবে সচিন সবার থেকে এগিয়ে।" 
 
সচিনকে কেন বিরাটের থেকে এগিয়ে রাখছেন? সেটাও বুঝিয়ে দিলেন শাস্ত্রী। তিনি ফের বলেন, "বিরাট কি ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস, কার্টলে অ্যাম্বরোস, কোর্টনি ওয়ালস, গ্লেন ম্যাকগ্রা, শোয়েব আখতার, ব্রেট লি, শেন ওয়ার্ন, মুথাইয়া মুরলীথরনের বিরুদ্ধে খেলেছে? ওরা শুধু ম্যাচ উইনার নয়, কীভাবে একজন ব্যাটারকে ফাঁদে ফেলতে হয়, সেটা ওরা খুব ভালোভাবে জানত।" 

তাঁর ফের প্রতিক্রিয়া, "এই তালিকায় জেমস অ্যান্ডারসন ও ডেইল স্টেইনের নামও আছে। সচিন ও বিরাট দু'জনেই এই এদের বিরুদ্ধে খেলেছেন। তবে প্যাট কামিন্স, ট্রেন্ট বোল্ট, শাহিন শাহ আফ্রিদি, ন্যাথান লিও, আদিল রাশিদ, কাগিসো রাবাদারা দারুণ বোলার হলেও, আমাদের প্রজন্মের বোলারদের মতো স্কিল নেই। আর তাই বিরাট কোনওদিন সচিনের ধারেকাছে আসবে না।" এমনটাই মনে করেন ভারতের প্রাক্তন অলরাউন্ডার। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.