Cameroon vs Serbia | FIFA World Cup 2022: হৃদয় ছুঁল হাফ ডজন গোলের লড়াই, ম্যাচ তো নয়, যেন রোলারকোস্টার রাইড!
Cameroon vs Serbia: ৬ গোলের ম্যাচ ড্র হয়ে গেল ৩-৩ ব্যবধানে। দুই দলের মরিয়া লড়াই ছুঁয়ে নিল হৃদয়।
জি ২৪ ঘণ্টা ডিজিট্যাল ব্যুরো: চলতি কাতার বিশ্বকাপ (FIFA World Cup 2022) পা দিয়েছে নবম দিনে। সোমবার দিনের প্রথম খেলায় মুখোমুখি হয়েছিল ক্যামেরুন ও সার্বিয়া (Cameroon vs Serbia)। দুই দলই প্রথম ম্যাচে হেরে বসেছিল। ফলে পরের রাউন্ডে যাওয়ার জন্য তিন পয়েন্ট নিশ্চিত করতে মরিয়া ছিল ক্যামেরুন ও সার্বিয়া। আক্রমণ ও প্রতি আক্রমণের এক অসাধারণ ম্যাচ দেখল আল জানাব স্টেডিয়াম। নিঃসন্দেহে চলতি আসরের অন্যতম সেরা ম্যাচ হল। দুই দলই এদিন তিন গোল করে করল। হাফ ডজন গোলের ম্যাচ ছিল যেন রোলারকোস্টার রাইড। দুরন্ত লড়াইয়ে ভাগাভাগি হয়ে গেল পয়েন্ট। এক পর্যায়ে ৩-১ গোলে এগিয়ে থেকেও জয়ের সুযোগ হাতছাড়া করেছে সার্বিয়া। তবে ফুটবল ফ্যানরা এই ম্যাচ মনে রেখে দেবন। ফের আফ্রিকার এক দেশ রুখে দিল ইউরোপের দেশকে। ক্যামেরুনের প্রত্যাবর্তন তাদের আগামীর জন্য তাতাবে। এই মুহূর্তে জি গ্রুপে ব্রাজিল ও সুইজারল্যান্ড যথাক্রমে এক ম্যাচে তিন পয়েন্টের সুবাদে এক এবং দুয়ে। দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে তিনে ক্যামেরুন ও চারে সার্বিয়া।
এদিন ম্যাচের ২৯ মিনিটে আফ্রিকার দলকে এগিয়ে দেন ক্যাস্টেলেটো। কর্নার থেকে ক্যামেরুনের এক ফুটবলারের হেড সার্বিয়ার ফুটবলারের মাথা ছুঁয়ে চলে এসেছিল একদম পোস্টের সামনেই। ক্যাস্টেলেটো জুতোর ডগা দিয়ে বল ঠেলে জালে জড়িয়ে দেন। এরপর তিন মিনিটের মধ্যে জোড়া গোল করে সার্বিয়া এগিয়ে যায়। ৪৬ মিনিটে পাভলোভিচ ফ্রি-কিক থেকে পাওয়া বলে মাথা ছুঁইয়ে গোল করে দেন। এরপর ৪৮ মিনিটে স্যাভিচের গোল স্কোরলাইন ২-১ করে। দ্বিতীয়ার্ধে খেলা শুরুর হওয়ার সঙ্গে সঙ্গেই ফের এগিয়ে যায় সার্বিয়া। মিত্রোভিচ অসাধারণ গোল করে সার্বিয়াকে ৩-১ এগিয়ে দিয়েছিলেন। কেউ ভাবতে পারেনি যে, ক্যামেরুন এই ম্যাচে ফিরতে পারে। আফ্রিকার দল সকলকে চমকে দিয়ে স্কোরলাইন ৩-৩ করে। ৬৩ মিনিটে আবুবকর ও ৬৬ মিনিটে মোটিং গোল করে সমর্থকদের উচ্ছ্বাসে ভাসিয়ে দেন।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)