শ্রীনির ডাকে দেশে ফিরলেন ভারতীয় দলের ম্যানেজার আর্শাদ আয়ুব

ওয়েব ডেস্ক:ন্যক্কারজনক সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের। শুধুমাত্র ভোটের স্বার্থে দেশে ফিরিয়ে আনা হল ভারতীয় দলের ম্যানেজার আর্শাদ আয়ুবকে। ২ মার্চ বিসিসিআই নির্বাচন। নিজেদের ভোট ব্যাঙ্ক ধরে রাখতে আয়ুবকে কয়েকদিনের জন্য দেশে ফেরত আনার সিদ্ধান্ত নেন এন শ্রীনিবাসন গোষ্ঠি।

 সুপ্রিম কোর্টের নির্দেশে এবারের বোর্ড নির্বাচনে দাঁড়াতে পারছেন না শ্রীনি। কিন্তু সভাপতি পদে তার শিখন্ডি প্রার্থীকে জেতাতে এই উদ্যোগ।

 ইতিমধ্যেই প্রাক্তন সভাপতি শরদ পওয়ার বোর্ড নির্বাচনে ঢুকে পড়ায় আতঙ্কে শ্রীনিবাসন অনুগামীরা। বিশেষ করে নরেন্দ্র মোদীর সঙ্গে পওয়ারের বৈঠকের পর ভোটের অঙ্কটাও পাল্টে গেছে। লড়াই যে কঠিন তা মেনে নিয়েই একটিএ ভোট নষ্ট করতে চান না শ্রীনি গোষ্ঠি। আর তাই দেশের স্বার্থ ভুলে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য  হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিশ্বকাপে ভারতীয় দলের ম্যানেজার আয়ুবকে আপাতত দেশে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছেন শ্রীনি। বিশ্বকাপ চলাকালীন এই সিদ্ধান্তে আবার সমালোচনার মুখে শ্রীনিবাসন।

English Title: 
call to come back
News Source: 
Home Title: 

শ্রীনির ডাকে দেশে ফিরলেন ভারতীয় দলের ম্যানেজার আর্শাদ আয়ুব

 শ্রীনির ডাকে দেশে ফিরলেন ভারতীয় দলের ম্যানেজার আর্শাদ আয়ুব
Yes
Is Blog?: 
No
Section: