আশঙ্কায় ভুগছেন কাবায়েরো

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে শিশুসুলভ ভুল করেছিলেন আর্জেন্টাইন গোলরক্ষক কাবায়েরো।

Updated By: Jun 23, 2018, 03:38 PM IST
আশঙ্কায় ভুগছেন কাবায়েরো

নিজস্ব প্রতিনিধি : একটা অনিচ্ছাকৃত ভুলের জন্য চরম ভোগান্তির শিকার হচ্ছেন তিনি। উগ্রবাদী সমর্থকদের হাত থেকে রেহাই পাচ্ছে না তাঁর নিরপরাধ স্ত্রী ও মেয়েও। আর্জেন্টিনার গোলকিপার উইলি কাবায়েরোর দুঃসময় যেন কিছুতেই কাটছে না।

আরও পড়ুন- বিপদের 'সাইরেন' জার্মান শিবিরে

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে শিশুসুলভ ভুল করেছিলেন আর্জেন্টাইন গোলরক্ষক কাবায়েরো। তাঁর সেই শিশুসুলভ ভুলের জন্য গোল হজম করতে হয়েছিল আর্জেন্টিনাকে। ব্যাক পাস ক্লিয়ার করতে গিয়ে ভুল করে বসেছিলেন। সুযোগ দেননি আন্তে রেবিচ। জোরালো শটে আর্জেন্টিনার জালে বল জড়িয়ে দিয়েছিলেন। বিশ্বকাপের মতো বড় মঞ্চে এরকম একটা শিশুসুলভ ভুল কাবায়েরোর পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল। সঙ্গে আর্জেন্টাইন গোলকিপারের জুটেছিল কড়া সমালোচনা। 

আরও পড়ুন- জেতার পরেও নেইমারের কান্না!

এরকম একটা গোল হজম করার পর ঘনিষ্ঠমহলে কাবায়েরো প্রবল অনুতাপের কথা বলেছিলেন। নিজের ভুলের জন্য চরম অনুশোচনায় ভুগছেন তিনি। কিন্তু সে জন্য তাঁকে রেয়াত দেয়নি উগ্রবাদী সমর্থকরা। কাবায়েরোকে ক্রমাগত মেরে ফেলার হুমকি দিচ্ছে কিছু আর্জেন্টাইন সমর্থক। ব্যাপারটা এখানেই থেমে নেই। কাবায়েরোর স্ত্রী ও মেয়ের সম্ভ্রমহানির হুমকিও দেওয়া হচ্ছে। উগ্রবাদী সমর্থকদের এমন উত্পাতে আশঙ্কায় ভুগছেন ৩৬ বছর বয়সী কাবায়েরো।

আরও পড়ুন- ফর্ম পূরণ করুন, ব্রাজিল সমর্থক হয়ে যান

বিশ্বকাপ শুরুর আগে ইনস্টাগ্রামে নিজের পরিবারের সঙ্গে একটা ছবি পোস্ট করেছিলেন কাবায়েরো। তখন তাঁকে সমর্থকরা শুভেচ্ছাবার্তা জানিয়েছিলেন। কিন্তু একটা ম্যাচেই যেন সব শেষ। হাজারবার ক্ষমা চেয়েও সমর্থকদের রোষের মুখে পড়তে হচ্ছে রোমেরোর বদলি হিসাবে নামা আর্জেন্টাইন গোলরক্ষককে।

.