ভুয়ো পরিচয়পত্রের ৬৫ জনকে চিহ্ণিত করল সিএবি! জালিয়াতি রুখতে বায়োমেট্রিকের ভাবনা

 বঙ্গজ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে।

Updated By: Jul 16, 2021, 09:31 PM IST
ভুয়ো পরিচয়পত্রের ৬৫ জনকে চিহ্ণিত করল সিএবি! জালিয়াতি রুখতে বায়োমেট্রিকের ভাবনা

নিজস্ব প্রতিবেদন: ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে ভিন রাজ্যের ক্রিকেটাররা স্থানীয় ক্রিকেটারের ছদ্মবেশে খেলছে ময়দানে! এমন অভিযোগ উঠেছে একাধিকবার। এবার এরকম অভিযুক্ত ৬৫ জন ক্রিকেটারকে চিহ্নিত করল সিএবি। বঙ্গজ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে এরকম 'কীর্তিমান'দের বিরুদ্ধে। 

শুক্রবার অ্যাপেক্স কাউন্সিলের জরুরী বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পর মিডিয়াকে বিবৃতি দিয়ে জানিয়ে দিল সিএবি। সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া ও সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের উপস্থিতিতে এদিন সিএবি-র আধিকারিকরা এই ইস্যুতে বৈঠকে বসেন। সিদ্ধান্ত নেওয়া হয় যে এবার এই জালিয়াতি বন্ধ করতে সিএবি বায়োমেট্রিক কোড চালু করতে চলেছে প্লেয়ারদের জন্য। নথিজনিত সমস্যা মেটানোর জন্য সিএবি ফের একবার প্লেয়ারদের সুযোগ দেবে।

আরও পড়ুন: ISL: আইরিশ মিডফিল্ডার Carl McHugh থাকছেন ক্লাবে, ATK Mohun Bagan কে জেতাতে চান ট্রফি

অভিষেক ডালমিয়া বলেন, "আমরা আগেও বলেছি, আবারও বলছি নথিপত্রের জালিয়াতির বিষয়ে আমাদের শূন্য সহনশীলতার নীতি। আমাদের ভেরিফিকেশন সেলের তদন্তে ৬৫ জন প্লেয়ারের নাম উঠে এসেছে, যাদের ভুয়ো পরিচয়পত্র রয়েছে। আগামী মরসুম শুরু আগে ফের একবার নথি যাচাই করা হবে।" সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন, "আমরা কোনও ভাবেই বিতর্কিত নথিপত্র গ্রহণ করব না। জালিয়াতি রুখতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা এরকম কাজের সঙ্গে যুক্ত থাকবে তাদের বিরুদ্ধেও কঠিন পদক্ষেপ নেওয়া হবে।" এখন দেখার সিএবি ময়দানের দীর্ঘদিন ধরে চলে আসা কুকীর্তি কীভাবে কড়া হাতে দমন করে!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.