ভারতীয় বোর্ডের রায়ে সমস্যায় সিএবি

আইপিএলের ক্রিকেটাররা খেলতে পারবেন না বোর্ডের টি-টোয়েন্টি টুর্নামেন্টে। ভারতীয় বোর্ডের এই নিয়মে সমস্যায় বাংলাসহ বেশ কয়েকটি দল। এই পরিস্থিতিতে বাংলা দল ঘোষণা পিছিয়ে দিল সিএবি। ভারতীয় বোর্ডের নিয়মে সমস্যায় সিএবি। শুক্রবার বোর্ডের পক্ষ থেকে জানানো হয় যে আইপিএলের ক্রিকেটার-রা খেলতে পারবেন না মুস্তাক আলি টুর্নামেন্টের মূলপর্বে। ফলে বাংলার প্রথম একাদশের প্রায় আটজনকেই পাওয়া যাবে না। শুধু বাংলারই নয় এতে সমস্যায় পড়বে তামিলনাড়ু,কর্ণাটকের মত দলগুলো। এই পরিস্থিতিতে বোর্ড সচিবকে চিঠি দিচ্ছে সিএবি।

Updated By: Mar 22, 2014, 10:53 PM IST

আইপিএলের ক্রিকেটাররা খেলতে পারবেন না বোর্ডের টি-টোয়েন্টি টুর্নামেন্টে। ভারতীয় বোর্ডের এই নিয়মে সমস্যায় বাংলাসহ বেশ কয়েকটি দল। এই পরিস্থিতিতে বাংলা দল ঘোষণা পিছিয়ে দিল সিএবি। ভারতীয় বোর্ডের নিয়মে সমস্যায় সিএবি। শুক্রবার বোর্ডের পক্ষ থেকে জানানো হয় যে আইপিএলের ক্রিকেটার-রা খেলতে পারবেন না মুস্তাক আলি টুর্নামেন্টের মূলপর্বে। ফলে বাংলার প্রথম একাদশের প্রায় আটজনকেই পাওয়া যাবে না। শুধু বাংলারই নয় এতে সমস্যায় পড়বে তামিলনাড়ু,কর্ণাটকের মত দলগুলো। এই পরিস্থিতিতে বোর্ড সচিবকে চিঠি দিচ্ছে সিএবি।

শনিবার বাংলা দল ঘোষণা হওয়ার কথা থাকলেও,বর্তমান পরিস্থিতিতে তা করা সম্ভব হয়নি। বোর্ড যদি মুস্তাক আলি টুর্নামেন্টের সময় না বদলায়,তাহলে একঝাঁক তরুণ ক্রিকেটারদের দিয়ে খেলতে হবে বাংলাকে।

Tags:
.