চলতি মাসেই মাঠে বল গড়াবে বুন্দেশলিগায়!

ইতিমধ্যেই অনুশীলনে নেমে পড়েছে বায়ার্ন মিউনিখ সহ জার্মানি অন্যান্য ক্লাবগুলিও।

Updated By: May 5, 2020, 08:40 PM IST
 চলতি মাসেই মাঠে বল গড়াবে বুন্দেশলিগায়!

নিজস্ব প্রতিবেদন: জল্পনার অবসান। করোনা প্রকোপের মধ্যেই ইউরোপে ফিরতে চলেছে ফুটবল। সবকিছু ঠিকঠাক এগোলে ১৫ মে থেকে শুরু হতে পারে বুন্দেশলিগা।  

বুধবারই করোনা সংক্রান্ত নিষেধাজ্ঞা অনেকটা শিথিল করতে পারে জার্মানি সরকার। ধীরে ধীরে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে চাইছে ইউরোপের এই দেশটি। তাই ধরে নেওয়া হচ্ছে লিগ শুরুর প্রয়োজনীয় সরকারি অনুমতিও পাওয়া যাবে।

সেক্ষেত্রে  ১৫ মে থেকেই শুরু হয়ে যাবে অসমাপ্ত বুন্দেশলিগা। যদিও এই মরশুমের সব ম্যাচই হবে ফাঁকা স্টেডিয়ামে। ইতিমধ্যেই অনুশীলনে নেমে পড়েছে বায়ার্ন মিউনিখ সহ জার্মানি অন্যান্য ক্লাবগুলিও।

সরকারি অনুমতি পেয়ে গেলেই মাঠে বল গড়াবে বুন্দেশলিগায়। করোনা সংক্রমণের জন্য মার্চ মাস থেকে বন্ধ আছে বুন্দেশলিগা।

আরও পড়ুন -

.