টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সে ৪০০ উইকেট নিলেন ব্রড

৪০০ উইকেটের এলিট ক্লাবে ঢুকে ইতিহাসে নাম তুলে ফেললেন স্টুয়ার্ট। ভেঙে দিলেন ডেল স্টেইনের রেকর্ড। 

Updated By: Mar 23, 2018, 04:42 PM IST
টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সে ৪০০ উইকেট নিলেন ব্রড

নিজস্ব প্রতিবেদন : বৃহস্পতিবার অকল্যান্ডে স্টুয়ার্ট ব্রডের বলে স্কোয়ার লেগে ক্রিস ওকসের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন টম ল্যাথাম। সঙ্গে সঙ্গে ইতিহাসে জায়গা করে নিলেন ব্রিটিশ পেসার ব্রড। টেস্ট ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করলেন ৩১ বর্ষীয় স্টুয়ার্ট ব্রড। 

সবচেয়ে কম বয়সে ৪০০ উইকেটের এলিট ক্লাবে ঢুকে ইতিহাসে নাম তুলে ফেললেন স্টুয়ার্ট। ভেঙে দিলেন ডেল স্টেইনের রেকর্ড। ২০১৫ সালে ৩২ বছর ৩৩ দিনে ৪০০ উইকেটে মাইলস্টোন স্পর্শ করেছিলেন দক্ষিণ আফ্রিকার স্পিডস্টার ডেইল স্টেইন। বৃহস্পতিবার অকল্যান্ডে লাথামকে আউট করে ৩১ বছর ২৭১ দিনে ৪০০ ক্লাবে ঢুকে পড়লেন স্টুয়ার্ট। ১১৪ ম্যাচে ৩০০ উইকেট পেলেন তিনি 

আরও পড়ুন- সেদিনের ১ রানের হার আজও ঘুমে কেড়ে নেয় বাংলাদেশের!

টেস্ট ক্রিকেটের ইতিহাসে ১৫ তম বোলার হিসেবে ৪০০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করেছেন স্টুয়ার্ট ব্রড। জেমস অ্যান্ডারসনের পর দ্বিতীয় ইংরেজ পেসার হিসেবে ৪০০ উইকেট নেওয়ার নজির গড়লেন তিনি।

আরও পড়ুন- মুম্বইয়ে ৩৪ কোটি টাকার বিলাসবহুল ফ্ল্যাট কিনছেন না বিরাট!

.