ব্রাজিলের নতুন কোচ টিটে-র জানা অজানা কিছু তথ্য

কোপা আমেরিকায় মহাব্যর্থতার পর দুঙ্গাকে সরিয়ে ব্রাজিলের জাতীয় দলের কোচ এখন টিটে। কোরিন্থিয়ান্স কোচ হিসাবে ব্রাজিলের ঘরোয়া ফুটবলে ধারাবাহিকভাবে সাফল্য পেয়ে আসছেন কোরিন্থয়ান্স কোচ। সেই কারণেই দুঙ্গার জায়গায় নেইমারদের দায়িত্বে টিটে আসতে চলেছেন বলে মনে করা হচ্ছে। কোরিন্থিয়ান্স ক্লাবের সভাপতির দাবি অনুযায়ী টিটের সাপোর্ট স্টাফ হিসাবে দেখা যাবে তাঁর ছেলে ম্যাথিউস আর আর্সেনালের প্রাক্তন মিডফিল্ডার এডু গ্যাসপারকেও।

Updated By: Jun 16, 2016, 07:20 PM IST
ব্রাজিলের নতুন কোচ টিটে-র জানা অজানা কিছু তথ্য

ওয়েব ডেস্ক: কোপা আমেরিকায় মহাব্যর্থতার পর দুঙ্গাকে সরিয়ে ব্রাজিলের জাতীয় দলের কোচ এখন টিটে। কোরিন্থিয়ান্স কোচ হিসাবে ব্রাজিলের ঘরোয়া ফুটবলে ধারাবাহিকভাবে সাফল্য পেয়ে আসছেন কোরিন্থয়ান্স কোচ। সেই কারণেই দুঙ্গার জায়গায় নেইমারদের দায়িত্বে টিটে আসতে চলেছেন বলে মনে করা হচ্ছে। কোরিন্থিয়ান্স ক্লাবের সভাপতির দাবি অনুযায়ী টিটের সাপোর্ট স্টাফ হিসাবে দেখা যাবে তাঁর ছেলে ম্যাথিউস আর আর্সেনালের প্রাক্তন মিডফিল্ডার এডু গ্যাসপারকেও।

এক নজরে দেখে নেওয়া যাক ব্রাজিলের নতুন কোচকে নিয়ে কিছু তথ্য
 

টিটের আসল নাম অ্যাডেনোর লিওনার্দো বাচ্চি। ৫৫ বছর বয়স। ৬ ফুট লম্বা। খেলতেন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে।

স্কুল জীবনে শারীরশিক্ষা বিষয়ে লুই ফিলিপ স্কোলারির ছাত্র ছিলেন।

কোরিয়ান্তসের হয়ে তিন বছর সফলতার কোচিং করিয়েছেন। কিন্তু এর আগে কোনও জাতীয় দলের কোচিং করাননি।

টিটের প্রিয় ফুটবলার নেইমার। একবার ক্লাব ম্যানজেমেন্টকে বলেছিলেন, ''আমার নেইমারকে চাই।''

সুন্দর ফুটবলের থেকে কার্যকরী ফুটবলে জোর দেন। তাই তার কোরিয়ান্তসের জয়কে অনেকে বলেন 'পেশাদার জয়'।

Tags:
.