অলিম্পিকের আগে সাইকেলিংয়ে অন্যান্য নজির ব্রিটেনের ব্র্যাডলে উইগিনসের
লন্ডন অলিম্পিক শুরুর ঠিক আগে ক্রীড়া জগতে এক শ্রেষ্ঠত্বের পালক যোগ হল ব্রিটিশ মুকুটে। সাইকেলিংয়ে ইতিহাসে প্রথমবার ব্রিটিশ নাগরিক হিসেবে ট্যুর ড্য ফ্রান্স জিতলেন ব্র্যাডলে উইগিনস।
লন্ডন অলিম্পিক শুরুর ঠিক আগে ক্রীড়া জগতে এক শ্রেষ্ঠত্বের পালক যোগ হল ব্রিটিশ মুকুটে। সাইকেলিংয়ে ইতিহাসে প্রথমবার ব্রিটিশ নাগরিক হিসেবে ট্যুর ড্য ফ্রান্স জিতলেন ব্র্যাডলে উইগিনস। এতে ব্রিটিশদের পদকজয়ের আশা আরও বাড়িয়ে দিল উইগিনস।
আল্পসের চড়াই উতরাই পেরিয়ে প্রায় ৩৫০০ কিলোমিটারের দীর্ঘ পথ। সাইকেলিংয়ের দুনিয়ার শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতা ট্যুর ডি ফ্রান্স। অবশেষে ইতিহাসে প্রথমবার সেই লড়াইয়ে সেরার শিরোপা এক ব্রিটিশ নাগরিকের। রবিবার প্যারিসে প্রতিযোগিতার ২০তম পর্যায়ের শেষে জয়ী হয়েছেন তিনি। দেশের মাটিতে অলিম্পিক শুরুর ঠিক এক সপ্তাহ আগে এই জয়ে উচ্ছ্বসিত ব্রিটেনবাসী। জনপ্রিয় ট্যবলয়েড সান উইগিনসকে তুলনা করেছেন ক্রিকেটার ইয়ান বথাম, ফুটবলার ববি মুর এবং রোয়িংয়ে অলিম্পিক সোনাজয়ী কীংবদন্তী স্টিভ রেডগ্রেভের সঙ্গে।