Boxing Day Test: কেরিয়ারে প্রথমবার, মেলবোর্নে রানের খাতাই খুলতে পারলেন না Steve Smith

মেলবোর্ন  (Melbourne Cricket Ground) মানেই স্মিথের (Steve Smith) ব্যাটে রানের ফুলঝুরি। পরিসংখ্যান বলছে, এই মাঠে সাতটি টেস্টে তাঁর গড় ১১৩.৫।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Dec 26, 2020, 06:06 PM IST
Boxing Day Test: কেরিয়ারে প্রথমবার, মেলবোর্নে রানের খাতাই খুলতে পারলেন না Steve Smith
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন: ব্যাট হাতে বাইশ গজে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না স্টিভ স্মিথের (Steve Smith)। এমনিতেই ভারতের বিরুদ্ধে স্মিথের রেকর্ড বেশ ভালো। শুধু তাই নয় মেলবোর্ন তো স্মিথের পয়মন্ত মাঠ। সেখানেই বিরল নজির গড়লেন। টেস্টে প্রথম ইনিংসে প্রথমবার শূন্য রানে সাজঘরে ফিরলেন স্টিভ স্মিথ (Steve Smith)।

মেলবোর্ন  (Melbourne Cricket Ground) মানেই স্মিথের (Steve Smith) ব্যাটে রানের ফুলঝুরি। পরিসংখ্যান বলছে, এই মাঠে সাতটি টেস্টে তাঁর গড় ১১৩.৫। রয়েছে চারটে সেঞ্চুরি, তিনটি হাফ সেঞ্চুরি। আর সেই মাঠেই এবার কিনা শূন্য রানে ফিরতে হল তাঁকে। যা তাঁর কেরিয়ারে প্রথমবার।   

আরও পড়ুন- Boxing Day Test: মেলবোর্নে প্রথম দিনে বোলারদের দাপুটে পারফরম্যান্সের বিরাট প্রশংসায় Kohli

ভারতের বিরুদ্ধে এখন পর্যন্ত ১০ টি টেস্টে স্মিথ করেছিলেন ১৪২৯ রান। রয়েছে ১০টি সেঞ্চুরি। সেই ভারতের বিরুদ্ধে এবার টেস্ট সিরিজে চেনা ছন্দে নেই স্টিভ স্মিথ (Steve Smith)। অ্যাডিলেডের পর মেলবোর্নেও ছবিটা বদলালো না। বরং বলা ভালো আরও খারাপ হল। অ্যাডিলেডে প্রথম ইনিংসে ১ রানে আউট হন তিনি। দ্বিতীয় ইনিংসে ১ রানে অপরাজিত ছিলেন। আর মেলবোর্নে (Melbourne Cricket Ground) প্রথম ইনিংসে রানের খাতাই খুলতে পারলেন না। অ্যাডিলেডের পর মেলবোর্নেরও (Melbourne Cricket Ground) রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) শিকার স্মিথ। অশ্বিনের বলে লেগ স্লিপে চেতেশ্বর পূজারার (Cheteshwar Pujara) হাতে ধরা পড়লেন স্মিথ (Steve Smith)।

পর পর দুটো টেস্টে অশ্বিনের শিকার স্মিথ। ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকরের (Sunil Gavaskar) মতে, স্মিথকে পরিকল্পনা করেই আউট করেছে অশ্বিন।

আরও পড়ুন- Boxing Day Test: মেলবোর্নে মাহির কথা মনে করালেন পন্থ, Rishabh-এর কথা শুনেই  Wade'কে আউট করলেন Ashwin

.