গোলহীন মোয়েস-মরিনহোর প্রথম যুদ্ধ

ফয়সালা হল না বিশ্ব ক্লাব ফুটবলের নতুন মরসুমের সবচেয়ে বড় যুদ্ধের। আলেক্স ফাগুর্সনের উত্তরসূরি ডেভিড মোয়েস আর চেলসিতে প্রত্যাবর্তন করা হোস মরিনহোর ধুন্ধুমার যুদ্ধ গোলশূন্যভাবে শেষ হল। মঙ্গলবার রাতে ম্যানচেস্টার ইউনাইটেড বনাম চেলসি ম্যাচে উত্তেজনা ছিল, গ্যালারিভরা দর্শক ছিল, ফুটবলারদের দৌড় ছিল, তবে কাজের কাজটা হল না। ওল্ড ট্র্যাফোর্ডে মোয়ের অভিষেক ম্যাচ শেষ হল ০-০ ফলে।

Updated By: Aug 27, 2013, 01:03 PM IST

ম্যানচেস্টার ইউনাইটেড (০) চেলসি (০)
ফয়সালা হল না বিশ্ব ক্লাব ফুটবলের নতুন মরসুমের সবচেয়ে বড় যুদ্ধের। আলেক্স ফাগুর্সনের উত্তরসূরি ডেভিড মোয়েস আর চেলসিতে প্রত্যাবর্তন করা হোস মরিনহোর ধুন্ধুমার যুদ্ধ গোলশূন্যভাবে শেষ হল। মঙ্গলবার রাতে ম্যানচেস্টার ইউনাইটেড বনাম চেলসি ম্যাচে উত্তেজনা ছিল, গ্যালারিভরা দর্শক ছিল, ফুটবলারদের দৌড় ছিল, তবে কাজের কাজটা হল না। ওল্ড ট্র্যাফোর্ডে মোয়ের অভিষেক ম্যাচ শেষ হল ০-০ ফলে।
ম্যাচ ড্র হলেও তিন ম্যাচ পর ইপিএলের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রাখল চেলসি (৭ পয়েন্ট)। ম্যানচেস্টার ইউনাইটেড দু ম্যাচে ৪ পয়েন্ট সংগ্রহ করে লিগ তালিকা চার
নম্বরে আছে।
ম্যাচ ড্রয়ের পর অবশ্য দু দলের কোচকেই হতাশ শোনাল না। তবে মরিনহো স্বভাবসিদ্ধ ঢঙেই রুনির দলবদল প্রসঙ্গ তুলে ফেললেন। মরিনহো বললেন, ট্রান্সফারের বিষয়ে রুনিকে অবস্থান জানাতে হবে। ফার্গুসনের পর ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসাবে এই প্রথম ঘরের মাঠ থিয়েটার অফ ড্রিমে নামলেন মোয়েস। মাঠে উপস্থিত ৭৬ হাজার দর্শকের অভিনন্দন পেয়ে আপ্লুত মোয়েস।

.