Cheteshwar Pujara, Border-Gavaskar Trophy 2023: অভিজ্ঞ পূজারার বদলে আনকোরা সূর্যে ভরসা! প্রাক্তন জাতীয় নির্বাচকের টুইট ঘরে তীব্র চাঞ্চল্য!

Cheteshwar PUjara: সুনীলের প্রথম একাদশে রয়েছেন, রোহিত শর্মা, শুভমন গিল, সূর্য কুমার যাদব, বিরাট কোহলি, কে এল রাহুল, কোনা শ্রীকর ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ। 

Updated By: Feb 7, 2023, 06:00 PM IST
Cheteshwar Pujara, Border-Gavaskar Trophy 2023: অভিজ্ঞ পূজারার বদলে আনকোরা সূর্যে ভরসা! প্রাক্তন জাতীয় নির্বাচকের টুইট ঘরে তীব্র চাঞ্চল্য!
চেতেশ্বর পূজারাকে নিয়ে বিতর্কিত টুইট করে সমস্যায় সুনীল যোশী।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তিনি নিজের মতো থাকেন। তিনি এক ও অদ্বিতীয় চেতেশ্বর পূজারা (Cheteshwar PUjara)। অথচ কারও সাতেপাঁচে না থাকা টিম ইন্ডিয়ার (Team India)'নীরব যোদ্ধা'-কে নিয়ে এই মুহূর্তে উত্তাল ভারতীয় ক্রিকেট। কিন্তু কেন? কী করলেন ৯৯তম টেস্ট খেলতে নাম্বা চেতেশ্বর? আসলে ভারতের টেস্ট ব্যাটিংয়ের মেরুদণ্ড নিজে কোনও বিতর্কে জড়াননি। তবে তাঁকে নিয়ে অদ্ভুত টুইট করে বসলেন প্রাক্তন জাতীয় নির্বাচক সুনীল যোশী (Sunil Joshi)। ভারতের প্রাক্তন অলরাউন্ডারের দাবি, অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে বর্ডার গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy 2023) প্রথম টেস্টে জিততে হলে, চেতেশ্বরকে বাদ দিয়ে তাঁর জায়গায় তিন নম্বরে সূর্য কুমার যাদবকে (Suryakumar Yadav) খেলিয়ে দেওয়া উচিত। আর এই টুইট করতেই নেটিজেনরা সুনীলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। এমনকি এই তালিকায় সুনীলের জাতীয় ও রাজ্য দল কর্নাটকের (Karnataka) পুরনো সতীর্থ ডোডা গণেশ (Dodda Ganesha)।  

মঙ্গলবার ভোরবেলা একটি টুইট করেছেন সুনীল। সেখানে প্রাক্তন বাঁ হাতি স্পিনার লিখেছেন, 'ভারতীয় দলের লাইন আপ কি এমন হওয়া উচিত? আমি তো পূজারার বদলে সূর্যকে সুযোগ দিতাম। তবে কুলদীপ ও অক্ষরের মধ্যে একজন বেছে নেওয়া খুব কঠিন।' 

সুনীলের প্রথম একাদশে রয়েছেন, রোহিত শর্মা, শুভমন গিল, সূর্য কুমার যাদব, বিরাট কোহলি, কে এল রাহুল, কোনা শ্রীকর ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ। 

আরও পড়ুন: Border-Gavaskar Trophy 2023: শুকনো পিচে অস্ট্রেলিয়াও নামছে তিন স্পিনারে, চোটের জন্য নাগপুরে নেই গ্রিন

আরও পড়ুন: Border-Gavaskar Trophy 2023: কত স্পিনার বোঝাই করে অজি বধে নামছে টিম ইন্ডিয়া? জানিয়ে দিলেন কে এল রাহুল

সুনীলের নাম না নিয়ে তাঁকে একহাত নিয়েছেন প্রাক্তন জোরে বোলার ডোডা গনেশ। সুনীলকে পালটা দিয়ে তিনি টুইটারে লিখেছেন, 'একজন জাতীয় নির্বাচক পূজারার জায়গায় সূর্যকে চাইছেন! তেমনটা হলে তো দল ডুবে যাবে। একবার ভেবে দেখুন কতটা বুকের পাটা থাকলে, একজন প্রাক্তন জাতীয় নির্বাচক এমন টুইট করতে পারে। পূজারাকে এমন একজন সরাবে যে এখনও একটাও টেস্ট খেলতে পারেনি! কতবার পূজারাকে বলির পাঁঠা করা হবে? ভেবে পারছি না।' 

বিরাট কোহলি, রোহিত শর্মার মতো সব ফরম্যাটে খেলার সুযোগ পান না পূজারা। তবুও ৯৮ টেস্টে তাঁর রান ৭০১৪। সর্বোচ্চ অপরাজিত ২০৬, ইংল্যান্ডের বিরুদ্ধে। গড় ৪৪.৩৯। স্ট্রাইক রেট ৪৪.৪৪। সঙ্গে রয়েছে ১৯টি শতরান ও ৩৪টি অর্ধ শতরান। এরমধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর পারফরম্যান্স সবচেয়ে ভালো। অজিদের বিরুদ্ধে ২০টি টেস্টের ৩৭টি ইনিংসে ১৮৯৩ রান। সর্বোচ্চ ২০৪ রান। গড় ৫৪.০৮। স্ট্রাইক রেট ৪২.৩৫। সঙ্গে রয়েছে ৫টি শতরান ও ১০টি অর্ধ শতরান।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.